ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই চক্রটি আন্তর্জাতিক তহবিল স্থানান্তর পরিষেবা ও ই-ওয়ালেট ব্যবহার করে অর্থ সংগ্রহ করে বাংলাদেশের ও সিরিয়ার আইএসকে পাঠাত। চক্রটি সিরিয়ায় আইএসের হয়ে যুদ্ধ করার জন্য সদস্য নিয়োগেরও চেষ্টা করছিল। তারা বার্ষিক সদস্য ফি হিসেবে প্রায় ৫০০ মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় সাড়ে ১৪ হাজার টাকা) সংগ্রহ করত।
তিনি বলেন, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে মোট ১০০ থেকে ১৫০ জন যুক্ত আছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে এই কার্যক্রমে যাদের সংশ্লিষ্টতা কম আছে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে ও যাদের সংশ্লিষ্টতা বেশি তাদেরকে মালয়েশিয়ার আইন অনুযায়ী অভিযুক্ত করা হবে। আটক হওয়াদের মধ্যে পাঁচজনকে জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত থাকায় অভিযুক্ত করা হবে ও ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ২০১৬ সালের এক হামলায় ইসলামিক স্টেটের সম্পৃক্ততার পর সন্দেহভাজন জঙ্গি কার্যকলাপের জন্য শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। যদিও সাম্প্রতিক বছরগুলোতে এই সংখ্যা কমে এসেছে।