উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের দীর্ঘদিনের একাডেমিক ও প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে আজ সোমবার (৩০ জুন) বিকেল ৪টায় প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন করেন বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
আন্দোলনকারীদের অভিযোগ, এ বছর এইচএসসি পরীক্ষায় দু’জন শিক্ষার্থী কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে অংশগ্রহণ করতে পারেননি। এর প্রতিবাদেই এই মানববন্ধনের আয়োজন।
মানববন্ধনে শিক্ষার্থীরা চারটি মূল দাবি উত্থাপন করেন:
১. ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীদের সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষার সুযোগ নিশ্চিত করা
২. প্রশাসনিক দুর্নীতির নিরপেক্ষ তদন্ত ও দোষীদের জবাবদিহি
৩. সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের অপসারণ
৪. শিক্ষা ও প্রশাসনিক পরিবেশে স্বচ্ছতা ফিরিয়ে আনা
সাবেক শিক্ষার্থী সোয়াত মাহমুদ বলেন, “আমরা চাই দুর্নীতিবাজদের দ্রুত অপসারণ ও ভুক্তভোগীদের জন্য বিশেষ পরীক্ষার ব্যবস্থা হোক।”
অন্যদিকে, শিক্ষার্থী ইয়াসির বলেন, “অন্যান্য প্রতিষ্ঠানে ছাড় দেওয়া হলেও আমাদের কেন নয়? বৈষম্যের বিচার চাই।”
একজন বর্তমান শিক্ষার্থী নাম প্রকাশ না করে বলেন, “প্রতিনিয়ত অনিয়ম চলছে। আমরা চাই সুষ্ঠু ও স্বচ্ছ শিক্ষা পরিবেশ।”
মানববন্ধনে বর্তমান-সাবেক শিক্ষার্থী ছাড়াও অংশ নেন অভিভাবক ও স্থানীয় নাগরিকরা। অংশগ্রহণকারীরা জানান, “আমরা মাত্র ৫% অনিয়ম সামনে এনেছি—বাকি ৯৫% এখনো সামনে আসেনি।”
আন্দোলনের অংশ হিসেবে ব্যানার, লিফলেট ও সচেতনতামূলক বার্তার মাধ্যমে তারা প্রতিবাদ জানান। শিক্ষার্থীরা আশা করছেন, গণমাধ্যম ও নাগরিক সমাজের জোরালো ভূমিকার মাধ্যমে তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন হবে।