উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে লঘুচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়ার বর্তমান পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার সকালে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, সাগরে সৃষ্টি হওয়া এই লঘুচাপের কারণে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। এই অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং গভীর সমুদ্রে না যেতে বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী— খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের মধ্যে সর্বোচ্চ ৬৮ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে।
এছাড়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সাগর ও উপকূলীয় অঞ্চলে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।