বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

চিরপ্রস্থানে জামায়াতের এক আদর্শ অভিভাবক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: শুক্রবার, ২৭ জুন, ২০২৫

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ রকন ও সম্মানিত শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুস সামাদ আর নেই। দীর্ঘদিন অসুস্থতাজনিত কারণে রাজধানীর একটি স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী, ছাত্র ও রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

বহুমাত্রিক জীবন ও দৃঢ় আদর্শের অধিকারী অধ্যক্ষ আব্দুস সামাদ সাহেব ছিলেন একজন নিষ্ঠাবান সংগঠক, আলোকিত শিক্ষানুরাগী ও ত্যাগী ইসলামপন্থী রাজনীতিবিদ। তাঁর জীবনের প্রতিটি অধ্যায় ছিল সততা, আন্তরিকতা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত।

আজ বাদ আসর আই.ই.এস স্কুল মাঠ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং বাদ মাগরিব ১৩ নম্বর সেক্টর মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।

অধ্যক্ষ সামাদ সাহেবের মৃত্যুতে জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তাঁরা তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এই দোয়াই সকলের।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102