বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

হাতিরঝিলে চাপাতিসহ ছিনতাইকারী গ্রেফতার

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৬ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে মোবাইল ফোন ছিনতাই করে পালানোর সময় চাপাতিসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম-ইফতেখার আলম হিমেল (২০)।

শনিবার (১৪ জুন ২০২৫খ্রি.) দুপুর আনুমানিক ০২.১০ ঘটিকায় হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়।

হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ জুন ২০২৫খ্রি.) মোঃ সিরাজ সরদার তার ছেলে মোঃ আলামিন ও চাচাতো ভাই মোঃ সিয়ামের সঙ্গে মধুবাগ ব্রিজের নিচে বেঞ্চে বসে ছিলেন। এ সময় হিমেল ও তার দুই সহযোগী এসে তাদের ভয়ভীতি দেখিয়ে আলামিনের কাছ থেকে একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তারা সিএনজিতে পালানোর চেষ্টা করলে আলামিন সিএনজির সামনে দাঁড়িয়ে তাদের থামান। এরপর হিমেল ও তার সহযোগীরা সিএনজি থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। আলামিনের চিৎকারে ডিউটিরত পুলিশ ঘটনাস্থলে এসে  হিমেলকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি চাপাতি ও কালো রঙের ব্যাগ জব্দ করা হয়। তবে, তার দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় মোঃ সিরাজ সরদারের অভিযোগের প্রেক্ষিতে হাতিরঝিল থানায় একটি মামলা রুজু করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিমেল স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে তার সহযোগীদের নিয়ে হাতিরঝিলসহ ঢাকার বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিলো। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102