বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১০:১৮ অপরাহ্ন

ইসরায়েলের হামলায় নিহত ইরানের শীর্ষ সেনা কর্মকর্তাদের সম্পর্কে যা জানা যাচ্ছে

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শনিবার, ১৪ জুন, ২০২৫
ইরানে শুক্রবার ভোররাত থেকে চালানো ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন দেশটির সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। একাধিক সামরিক ঘাঁটি, পারমাণবিক গবেষণাকেন্দ্র এবং বেসামরিক স্থাপনায় চালানো এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে উভয় দেশ। এদিকে হামলার পর তেহরান সরকার ইতিমধ্যে নিশ্চিত করেছে অন্তত ছয়জন পরমাণু বিজ্ঞানী এবং বেশ কয়েকজন উচ্চপর্যায়ের সামরিক কর্মকর্তার মৃত্যুর খবর।‘অপারেশন রাইজিং লায়ন’ নামে অভিহিত এই ইসরায়েলি সামরিক অভিযানে ইরানের কে কে মারা গেছেন তাদের সম্পর্কে যা জানা যাচ্ছে মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি
ইরানের সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পদে থাকা এই সেনা কর্মকর্তা একই সঙ্গে দেশটির সেনাবাহিনী এবং রেভল্যুশনারি গার্ডসের (আইআরসিজি)  প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।১৯৮০ সালে ইরান-ইরাক যুদ্ধের সময় তিনি আইআরজিসিতে যোগ দেন এবং পরে গোয়েন্দা শাখার চালু স্থাপন করেন। তুলনামূলকভাবে সংযত কণ্ঠের নেতা হিসেবে পরিচিত বাঘেরি শেষবার এক ভাষণে যুদ্ধ নয়, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছিলেন।

হোসেইন সালামি
আইআরজিসির কমান্ডার ইন চিফের দায়িত্বে ছিলেন হোসেইন সালামি। ২০১৯ সালে বাহিনীর নেতৃত্বে আসা এই কর্মকর্তা ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ভাষায় বক্তব্য দিয়ে আসছিলেন।কিছুদিন আগে এক ভাষণে তিনি বলেছিলেন। ইরানে হামলা করলে হামলাকারীদের জন্য ‘নরকের দরজা খুলে যাবে’।

গোলামালি রাশিদ
আইআরজিসি ও সেনাবাহিনীর যৌথ অভিযান সমন্বয়কারী বিভাগ খাতাম আল-আম্বিয়ার প্রধান ছিলেন রাশিদ। আশির দশকের যুদ্ধের অভিজ্ঞ এই কমান্ডার পরে সেনাবাহিনীর উপপ্রধানও ছিলেন।

আইআরজিসির বিমান ও মহাকাশসংশ্লিষ্ট বাহিনীর প্রধান হাজিযাদেহ ছিলেন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির মূল নকশাকারদের একজন। মাটির নিচে একটি গোপন ঘাঁটি থেকে ইসরায়েলের ওপর হামলার পরিকল্পনার সময় তাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। ২০২০ সালে ইউক্রেনিয়ান বিমান ভূপাতিত করার ঘটনায় আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

পরমাণু বিজ্ঞানী ফেরেইদুন আব্বাসি
ইরানের পরমাণু শক্তি সংস্থার সাবেক প্রধান ছিলেন আব্বাসি। তিনি পরমাণু অস্ত্র তৈরির পক্ষে মত প্রকাশ করেছিলেন বিভিন্ন সময়।এ বছরের মে মাসে দেওয়া সাক্ষাৎকারে সে বিষয়ে কথা বলার পর ফের আলোচনায় আসেন।

অন্যান্য নিহত বিজ্ঞানীরা
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, হামলায় আরো অন্তত চারজন গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।

মোহাম্মদ মেহদি তেহরানচি – আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রধান

আবদুল্লাহামিদ মিনৌচেহর – শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান

আহমেদ রেজা জোলফাঘারি – শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক

আমিরহোসেইন ফেকহি – শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক

হামলার জবাবে ইসরায়েলের গুরুত্বপূর্ণ এলাকায় রাতেই ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এতে এখন পর্যন্ত তিনজন নিহত ও অন্তত ৬৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102