বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৩:৫১ পূর্বাহ্ন

কোরআন থেকে শিক্ষা

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: শনিবার, ১৪ জুন, ২০২৫
আয়াতের অর্থ‘সুলাইমান বিহঙ্গদলের খবর নিল এবং বলল, ব্যাপার কি, হুদহুদকে দেখছি না যে! সে অনুপস্থিত না কি? সে উপযুক্ত কারণ না দর্শালে আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি দেব অথবা জবাই করব। অনতিবিলম্বে হুদহুদ এসে পড়ল এবং বলল, আপনি যা অবগত নন আমি তা অবগত হয়েছি এবং সাবা হতে সুনিশ্চিত সংবাদ নিয়ে এসেছি।’ (সুরা : নামল, আয়াত : ২০-২২)আয়াতগুলোতে হুদহুদ পাখির ঘটনা বর্ণনা করা হয়েছে।

শিক্ষা ও বিধান

১. সুলাইমান (আ.) বিরান ভূমিতে পৌঁছার পর হুদহুদকে পানি অনুসন্ধান করতে খুঁজেছিলেন।

২. আয়াত দ্বারা প্রমাণ হয়, বাহিনীর শৃঙ্খলা রক্ষা করা জরুরি। এ জন্য প্রয়োজনে কঠোর হতে হবে।৩. বিচারকাজে অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকা আবশ্যক।
আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে শাস্তি প্রদান করা গ্রহণযোগ্য নয়।৪. সাবা গোত্রের লোকেরা ইয়েমেনের মায়ারিব অঞ্চলে বাস করত। তাদের শাসক ছিলেন রানি বিলকিস।৫. ‘নাবাইন ইয়াকিন’ হলো এমন সংবাদ, যা বাহক সুনিশ্চিত হয়ে প্রদান করে।

ফলে সংবাদকর্মীরা নিশ্চিত না হয়ে সংবাদ প্রচার করবে। (জাদুল মাসির : ৬/১৬৪)

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102