আয়াতের অর্থ‘সুলাইমান বিহঙ্গদলের খবর নিল এবং বলল, ব্যাপার কি, হুদহুদকে দেখছি না যে! সে অনুপস্থিত না কি? সে উপযুক্ত কারণ না দর্শালে আমি অবশ্যই তাকে কঠিন শাস্তি দেব অথবা জবাই করব। অনতিবিলম্বে হুদহুদ এসে পড়ল এবং বলল, আপনি যা অবগত নন আমি তা অবগত হয়েছি এবং সাবা হতে সুনিশ্চিত সংবাদ নিয়ে এসেছি।’ (সুরা : নামল, আয়াত : ২০-২২)আয়াতগুলোতে হুদহুদ পাখির ঘটনা বর্ণনা করা হয়েছে।
শিক্ষা ও বিধান
১. সুলাইমান (আ.) বিরান ভূমিতে পৌঁছার পর হুদহুদকে পানি অনুসন্ধান করতে খুঁজেছিলেন।