ইহুদি নারীর বিষ মেশানো খাবারে নিহত হন যে সাহাবি
অনলাইন ডেক্স রির্পোট
-
আপডেট টাইম:
শনিবার, ১৪ জুন, ২০২৫
বিশর ইবনে বারা ছিলেন বারা ইবনে মারুর (রা.)-এর ছেলে। তিনি আকাবার শেষ বায়াতে পিতার সঙ্গে রাসুল (সা.)-এর হাতে বায়াত গ্রহণ করেন। তিনি বদর, উহুদ, খন্দক ও খাইবারের যুদ্ধে অংশ নেওয়া সাহাবিদের অন্যতম। পিতার মতো তিনিও গোত্রের সম্মানিত ব্যক্তি ছিলেন।তাই পিতার ইন্তেকালের পর রাসুল (সা.) তাঁকেই ‘বনু সালামা’ গোত্রের নেতা ঘোষণা করেন।
খাইবার যুদ্ধের সময় এক ইহুদি নারী রাসুল (সা.)-কে হত্যার উদ্দেশ্যে ছাগলের গোশতের সঙ্গে বিষ মিশিয়ে তাঁকে পরিবেশন করে। বিশর ইবনে বারা (রা.)-ও সেই খাবার খেয়েছিলেন। বিষক্রিয়ার প্রতিক্রিয়ায় তিনি মৃত্যুবরণ করেন।(সিয়ার আ’লামিন নুবালা, খণ্ড-১, পৃষ্ঠা-২৬৯; আল-ইস্তিইআব, খণ্ড-১, পৃষ্ঠা-১৬৭, ক্র. ১৭৮; আল-বিদায়া ওয়ান নিহায়া, খণ্ড-৩, পৃষ্ঠা-১৬৭)
সেদিন তাঁর মৃত্যুর মধ্য দিয়ে প্রমাণিত হয় যে ইহুদি নারীর মেশানো বিষ কতটা ভয়ংকর ছিল। কিন্তু মহান আল্লাহর দয়ায় সেদিন নবীজি (সা.)-এর ওপর এই বিষ জয়ী হতে পারেনি। মহান আল্লাহ তাঁকে জানিয়ে দিয়েছিলেন যে এই খাবারে ভয়ংকর বিষ মেশানো আছে। হাদিসে বর্ণিত বিষ মেশানোর ঘটনায় বিশর ইবনে বারা (রা.)-এর উল্লেখও পাওয়া যায়।আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) হাদিয়া গ্রহণ করতেন, কিন্তু সদকা গ্রহণ করতেন না। বর্ণনাকারী বলেন, খাইবারে এক ইহুদি নারী একটি ভুনা বকরিতে বিষ মিশিয়ে তাঁকে হাদিয়া দেন। রাসুলুল্লাহ (সা.) তা থেকে আহার করেন এবং সাহাবিরাও আহার করেন। তিনি বললেন, ‘তোমরা তোমাদের হাত গুটিয়ে নাও। এটি আমাকে অবহিত করেছে যে এটি বিষাক্ত।’ (বিষক্রিয়ায়) বিশর ইবনে বারা ইবনে মারুর আল-আনসারি (রা.) মৃত্যুবরণ করেন। এরপর তিনি সেই নারীর কাছে জানতে চান, ‘তুমি কেন এমন করেছ?’ সে বলল, ‘আপনি যদি সত্য নবী হয়ে থাকেন, তাহলে এতে আপনার কোনো ক্ষতি হবে না। আর যদি আপনি একজন বাদশাহ হয়ে থাকেন, তাহলে মানুষকে আপনার হাত থেকে রেহাই দিলাম।’ এরপর রাসুলুল্লাহ (সা.) তাকে হত্যার নির্দেশ দেন। পরে রাসুল (সা.) বলেন, ‘আমি সর্বদা সেই লোকমার যন্ত্রণায় ভুগছি, যা খাইবারে খেয়েছিলাম। এখন সেটাই আমার ধমনি কেটে দিচ্ছে।’(আবু দাউদ, হাদিস : ৪৫১২)
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..