বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

যিলহজ মাস, একটি ফযিলতময় মাস

ইমাম হাসান
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

যিলহজ আল্লাহ তা’আলা ঘোষিত একটি পবিত্র মাস, যেখানে একজন মুমিনের আমলের মাধ্যমে রয়েছে অনেক ফযিলত ও প্রাপ্তির সুযোগ।

যিলহজ মাসের ফযিলতপূর্ণ কিছু আমলের মধ্যে প্রথমে আসে হজ। কেননা যে ব্যক্তি পরিপূর্ণ হজ করে আসে সে নিষ্পাপ সন্তান হিসেবে ফিরে আসে যেন মা তাকে সদ্য  জন্ম দিয়েছেন। সহিহ বুখারি: ১৫২১

দিত্বীয় আমলে রয়েছে কুরবানি; আয়েশা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, কুরবানির দিন আল্লাহর কাছে (কুরবানির পশুর) রক্ত প্রবাহিত করার চেয়ে অধিক প্রিয় কোনো আমল আদম সন্তান করতে পারে না। কুরবানির পশু তার শিং, পশম, খুর নিয়ে কেয়ামতের দিন হাজির হবে। আর কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে পৌঁছে যায়। সুনানে তিরমিজি: ১৪৯৩

তৃতীয় আমল হিসেবে প্রথম নয় দিন, বিশেষভাবে আরাফার দিন রোযা রাখা। যিলহজের প্রথম দশ দিনের ফযিলত সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ বলেন, এমন কোনো দিন নেই, যে দিনের নেক আমল আল্লাহ তাআলার নিকট যিলহজ মাসের এই দশ দিনের নেক আমল অপেক্ষা অধিক প্রিয়। 

যিলহজের এ দিনগুলোর এত ফযিলতের কারণ ব্যাখ্যা করতে গিয়ে হাফেয ইবনে হাজার রহ. বলেন, “যিলহজের দশ দিনের এ বৈশিষ্টের যে কারণ প্রতিভাত হয়, তা হচ্ছে, এ দিনগুলোতে মৌলিক ইবাদতগুলোর মিলন ঘটে। যথা নামাজ, রোজা, সাদাকা, হজ। অন্য একটি হাদিসে আরাফার দিনের রোজা সম্পর্কে এসেছে, এ দিনের রোজা অতীত এক বছরের এবং পরবর্তী এক বছরের গুনাহ মোচন করে দেবে। সহিহ মুসলিম: ১১৬২

পরের আমল হিসেবে তাশাব্বুহ বিল ইহরাম অর্থাৎ নখ, চুল ও শরীরের কোনো পশম না কাটা। সহিহ মুসলিম : ১৯৭৭

এক নজরে যিলহজের প্রথম দশকে করণীয় কিছু আমল

১. যাদের হজ করার সামর্থ্য রয়েছে, তারা হজ করবে।

২. কুরবানি করার মতো সামর্থ্য যাদের রয়েছে, তারা কুরবানি করবে।

৩. নিজের পছন্দের পশুটিকে আল্লাহর রাস্তায় কুরবান করে দেওয়া।

৪. নিজের কুরবানির পশু নিজে জবাই করবে। 

৫. যারা আরাফার ময়দানের বাইরে রয়েছে, তারা আরাফার দিন রোজা রাখবে।

৬. বাইতুল্লাহর মুসাফিরদের কাছে অন্যরা খুব বেশি দুয়া চাইবে।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে এ আমলগুলো করার তাওফীক দান করুন। আমীন

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102