সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

লকডাউনে আটকে থাকা দুই নারীর গল্প নিয়ে আসছে ‘জয়া আর শারমিন’

বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ৫ মে, ২০২৫
সংগৃহীত ছবি: উত্তরা নিউজ

সিনেমার পর্দায়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন জয়া আহসান। সিনেমার বাইরেও মডেল-বিজ্ঞাপণে বেশ সাফল্যের সাথেই দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। তবে এবার এক ভিন্ন চরিত্রে ‘জয়া আর শারমিন’ সিনেমায় দেখা যাবে তাকে। যেখানে  উঠে এসেছে করোনা মহামারির সময় লকডাউনে আটকে থাকা দুই নারীর গল্প।

জীবন চলার পথে একাধিক রক্তের সম্পর্কের বাইরেও একাধিক সম্পর্ক হয়। তেমনি এক সম্পর্কে জড়িয়েছেন ‘জয়া আর শারমিন’। যদিও জয়া জানেন সব প্রতিশ্রুতি আসলে মিথ্যে! শেষ পর্যন্ত নাকি কেউ পাশে থাকে না। 

সিনেমাটি পরিচালনা করেছেন পিপলু আর খান। ছবিতে দুজনকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে, একজন জয়া অন্যজন তার গৃহকর্মী শারমিন। আগামী ১৬ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

অভিনেত্রী জয়া এক সাক্ষাৎকারে জানান, ব্যক্তিগত জীবনেও তিনি গৃহকর্মীর সঙ্গে নিজেকে ভিন্ন চোখে দেখেন না, তার পরিবার যেমন আপন, গৃহকর্মীরাও তেমনি আপনজন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102