মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন

কুমিল্লার ৫ ইউপিতে ভোটগ্রহণ চলছে

উত্তরা নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৩৭ বার পঠিত

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর, বারপাড়া, চৌয়ারা, জোড়কানন পূর্ব ও জোড়কানন পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ সোমবার (২৮ নভেম্বর) সোমবার সকাল ৮টা থেকে ৫১টি কেন্দ্রে ও ৩২০টি ভোটকক্ষে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসন সর্বাত্বক ব্যবস্থা গ্রহণ করেছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ২৬ জন, সংরক্ষিত সদস্য পদে ৪১ জন ও সাধারণ সদস্য পদে ১৮৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বারপাড়া ইউনিয়নে মোট ভোটার ২৬ হাজার ৮৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৬৭৯ জন। মহিলা ভোটার ১৩ হাজার ১৯৬ জন। বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন-স্বতন্ত্র প্রার্থী আবদুর রউফ মজুমদার তুহিন (আনারস), খলিলুর রহমান (রজনীগন্ধা), মো. ফারুক হোসেন চৌধুরী (চশমা), মো. শাহা আলম (ঘোড়া) ও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. সেলিম আহাম্মদ (নৌকা)।

চৌয়ারা ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৮৭৬ জন। মহিলা ভোটার ৯ হাজার ১৩৯ জন। চৌয়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন-স্বতন্ত্র প্রার্থী আবু সাঈদ বাবুল (অটোরিকশা), ইমামুল হাছান (চশমা), এ, টি, এম ইদ্রিস (মোটর সাইকেল), মো. আবদুল হালিম (টেবিল ফ্যান), আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. আবুল কালাম আজাদ সোহাগ (নৌকা), মাওলানা মো. এনামুল হক রাসেল (হাতপাখা), সাবেক জেলা পরিষদের সদস্য মো. তৌহিদুল ইসলাম মজুমদার (ঘোড়া), মোতালেব হোসেন মজুমদার (টেলিফোন), সিরাজুল ইসলাম লিটন (আনারস)।

জোড়কানন পূর্ব ইউনিয়নে মোট ভোটার ১৬ হাজার ৬৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৫৮৬ জন। নারী ভোটার ৮ হাজার ৮১ জন। জোড়কানন পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন-স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল আওয়াল (ঘোড়া), আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোহাম্মদ মমতাজ উদ্দিন খান (নৌকা), সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মো. মমিনুল ইসলাম (চশমা), স্বতন্ত্র প্রার্থী মো. হারিছ মিয়া (আনারস)।

জোড়কানন পশ্চিম ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ১৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৫১৮ জন। মহিলা ভোটার ৮ হাজার ৬৬৮ জন। জোড়কানন পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাঁরা হলেন-স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম (অটোরিক্সা), মো. কামাল উদ্দীন (আনারস), মো. শাহ জালাল (চশমা), মো. সাজ্জাদুর রহমান (মোটর সাইকেল), আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. হাসমত উল্লাহ হাসু (নৌকা)।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৩
themesba-lates1749691102