শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সহ-অর্থ সম্পাদক হলেন বদরুল আলম মজুমদার শ্রীকাইল গ্যাস ফিল্ড সংস্কারের চুক্তি বাতিল, নিষ্ক্রিয় হতে পারে ৪টি কূপ দিনাজপুরে হঠাৎ ঘন কুয়াশা, জনজীবন ব্যাহত উত্তেজনা বৃদ্ধির মধ্যেই ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে পুতিনের সাক্ষাৎ খুব বিপদে আছি : নাসীরুদ্দীন পাটওয়ারী বাঞ্ছারামপুরে গণসংযোগে সুষ্ঠু নির্বাচনের দাবি জানালেন জোনায়েদ সাকি ‘বাংলাদেশে ভূমিকম্প-সহনশীল নির্মাণে উচ্চমানের রিইনফোর্সমেন্ট বারের ভূমিকা’ বিশ্বের সর্বোচ্চ স্কোরধারী গ্রিন ফ্যাক্টরি ‘হ্যামস গার্মেন্টস’কে বিজিএমইএ এর বিশেষ সংবর্ধনা প্রদান ২৪ বছর পর খুলনায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেসরকারি উন্নয়ন সংস্থা স্বাবলম্বীর প্রতিষ্ঠাতা ও সাবেক নির্বাহী পরিচালক বেগম রোকেয়া ইন্তেকাল করেছেন

বিশ্বের সর্বোচ্চ স্কোরধারী গ্রিন ফ্যাক্টরি ‘হ্যামস গার্মেন্টস’কে বিজিএমইএ এর বিশেষ সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

বিশ্বের শীর্ষ গ্রিন ফ্যাক্টরির স্বীকৃতি অর্জনের জন্য হ্যামস গার্মেন্টস লিমিটেড’কে আজ বিশেষ সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) । বিজিএমইএ এবং হ্যামস গার্মেন্টস লিমিটেড এর যৌথ উদ্যোগে উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদের অডিটোরিয়ামে এই আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানটি আয়োজিত হয়।

অনুষ্ঠানে বিজিএমইএ এর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান হ্যামস গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শফিকুর রহমানের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন।

বিজিএমইএ এর সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান তার বক্তব্যে বলেন, হ্যামস গার্মেন্টস লিমিটেড ইউএসজিবিসি লিড প্লাটিনাম সার্টিফিকেশনে ১১০ এর মধ্যে ১০৮ স্কোর করে একটি নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করেছে। এটি কেবল একটি সংখ্যার বিচার নয়, বরং এটি বর্তমানে বিশ্বের যেকোনো গ্রিন ফ্যাক্টরির মধ্যে সর্বোচ্চ স্কোর। তিনি আরও বলেন, এই সাফল্য সারা বিশ্বের কাছে “মেড ইন বাংলাদেশ” ব্র্যান্ডের মর্যাদা ও সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে এবং বাংলাদেশের পোশাক খাতের জন্য একটি ‘গ্লোবাল বেঞ্চমার্ক’ তৈরি করেছে ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ এর সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক এ.বি.এম. সামছুদ্দিন, পরিচালক ফারুক হাসান, হ্যামস গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শফিকুর রহমান, ইউএসজিবিসি এর কনসালটেন্ট অনন্ত আহমেদ, ইনষ্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনীয়ারস অ্যান্ড টেকনোলজিষ্টস (আইটিইটি) এর ইনটেরিম কমিটির কনভেনর প্রকৌশলী এহসানুল করিম কায়সার এবং হ্যামস গার্মেন্টস এর পরিচালকগন ও উচ্চ পদস্ত কর্মকর্তাগন।

স্বাগত বক্তব্যে বিজিএমইএ এর পরিচালক ফয়সাল সামাদ হ্যামস গার্মেন্টসকে অভিনন্দন জানিয়ে বলেন, ১১০ এর মধ্যে ১০৮ স্কোর করা এক বিশাল চ্যালেঞ্জ, যা তারা সফলভাবে করেছে। একই সাথে তিনি কারখানার পরিবেশবান্ধব রূপান্তরে গ্রিন টেকনোলজি ফান্ডের প্রাপ্যতা আরও সহজতর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বিজিএমইএ এর পরিচালক ফারুক হাসান তার বক্তব্যে উল্লেখ করেন যে, গত কয়েক দশক ধরে বাংলাদেশ লিড সার্টিফিকেশনে সর্বোচ্চ স্কোর করে নিজের রেকর্ড নিজেই ভাঙছে, যা শিল্পের ভাবমূর্তি উজ্জ্বল করছে। তবে তিনি বলেন, গ্রিন ফ্যাক্টরিগুলো কার্যাদেশে অগ্রাধিকার পেলেও পণ্যের মূল্যে এর সঠিক প্রতিফলন এখনও দেখা যাচ্ছে না।

অনুষ্ঠানে ইউএসজিবিসি এর কনসালটেন্ট এবং ৩৬০ টিএসএল এর ব্যবস্থাপনা পরিচালক অনন্ত আহমেদ এই অর্জনের কারিগরি দিকগুলো তুলে ধরেন । তিনি বলেন, বাংলাদেশ শুধুমাত্র যে সাসটেইনিবিলিটির পথে এই অগ্রযাত্রা অব্যাহত রেখেছে, তা নয়, বরং নতুন বৈশ্বিক বেঞ্চমার্ক তৈরি করছে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমানে বাংলাদেশে ২৭৩টি লিড সার্টিফাইড গ্রিন ফ্যাক্টরি রয়েছে, যার মধ্যে ১১৫টি প্লাটিনাম এবং ১৩৯টি গোল্ড মানের । উল্লেখ্য যে, বিশ্বের শীর্ষ ১০০টি সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত গ্রিন কারখানার মধ্যে ৬৯টিই এখন বাংলাদেশে অবস্থিত ।

হ্যামস গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শফিকুর রহমান তার বক্তব্যে কারখানার সাকসেস স্টোরি তুলে ধরেন। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন যে, বিজিএমইএ এর বর্তমান পর্ষদ যেভাবে শিল্পের প্রতিটি অর্জনকে মূল্যায়ন করছে এবং বিশ্বদরবারে তুলে ধরছে, তা সত্যিই প্রশংসনীয়। তিনি আরও বলেন, বিজিএমইএ এর এই সংবর্ধনা প্রদানের উদ্যোগ শিল্পমালিকদের টেকসই শিল্পায়নের পথে আরও সাহসী পদক্ষেপ নিতে উৎসাহিত করবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102