বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:০৩ পূর্বাহ্ন

ঢাকা-১৮: কপাল পুড়ছে শেরীফার

বিশেষ প্রতিবেদক। জি.এম.টি
  • আপডেট টাইম: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ১৯০ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে মহাজোট থেকে সমর্থন পেয়েও ভোটারদের মন জয় করতে পারলেন না জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার ও দলটির চেয়ারম্যান জিএম কাদেরের স্ত্রী শেরীফা কাদের। ভোটের মাঠে প্রথম থেকেই আয়েশী ভঙ্গিমায় থাকায় এই প্রার্থীর নির্বাচনের ফলাফলেও এলো এক দুঃসংবাদ।

সন্ধ্যায় (রবিবার) বিভাগীয় কমিশনার ও ঢাকা বিভাগীয় রিটার্নিং অফিসারের কার্যালয়ে আয়োজিত ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ ফলাফল সংগ্রহ ও পরিবেশন’ বিষয়ক সম্মেলনে ভোটের ফলাফলে জানায়, লাঙ্গল প্রতীকের এই প্রার্থী এখন পর্যন্ত ভোট পেয়েছেন মাত্র ২৪৫৭ টি। ৯২ কেন্দ্রের প্রাপ্ত ভোটগণনা বিবরণী হতে এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও ঢাকা বিভাগীয় রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলাম।

এই আসনে সর্বোচ্চ ভোট পেয়ে এখন পর্যন্ত এগিয়ে আছেন কেটলী প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আ.লীগ নেতা খসরু চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের অপর স্বতন্ত্র প্রার্থী এসএম তোফাজ্জল হোসেন পেয়েছেন ১৫৬২৩ ভোট।

অপরদিকে, ভোটযুদ্ধে এই দুই প্রার্থীর ধারেকাছেও নেই লাঙ্গল প্রতীকের প্রার্থী শেরীফা কাদের।

অনেকের মতে, গত সংসদে এমপি হিসেবে থাকলেও এবারের সমঝোতার ভোটে এসে কপাল পুড়ল শেরীফার।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৩
themesba-lates1749691102