ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে আজ শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল করবে সংগঠনটির নেতাকর্মীরা।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা তার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
পোস্টে দেওয়া এক ব্যানারে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী, ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার, জুলাই জজবার প্রাণ শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে মুক্তিকামী জনতার বিক্ষুব্ধ মিছিল বাদ জুমা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হবে।







