নকআউট পর্বের সরাসরি টিকিটের জন্য পার্ক দেস প্রিন্সেসে শুরুটা দারুণ করে পিএসজি। প্রথম মিনিটেই বক্সে নিউক্যাসলের মিডফিল্ডার লুইস মাইলির হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে বর্তমান ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা খেতাব জয়ী ফুটবলার উসমান দেম্বেলের স্পট কিক ঝাঁপিয়ে ঠেকান ইংলিশ গোলরক্ষক নিক পোপ।
তবে গোলের দেখা পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি লুইস এনরিকের দলকে।
২২ মিনিটের মাথায় ফরোয়ার্ড কাভারাস্খেইয়া চোট নিয়ে মাঠ ছাড়লে ধাক্কা খায় পিএসজি।
প্রথমার্ধের শেষ মুহূর্তে বক্সে বল ক্লিয়ার করতে না পারলে ম্যাচে নিজেদের প্রথম প্রচেষ্টায় গোল পায় নিউক্যাসল।
বিরতির পরও ম্যাচে আধিপত্য দেখায় পিএসজি। ৬৭ মিনিটে সহজ সুযোগ পেয়েও বল বাইরে মারেন দেম্বেলে। এরপর দুই দল একাধিক চেষ্টা করলেও ম্যাচে ফল বের করে আনতে পারেনি।
টেবিলে আট ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে ১১ তম স্থানে আছে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে নিউক্যাসল।