মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

‘ঢাকা-১৮ আসনে শুধু কাগজে নয়, বাস্তবে সেবা দিব’

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় দিন প্রচারণায় নেমে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব আনোয়ার হোসেন বলেছেন, ঢাকা-১৮ আসনে উন্নয়ন শুধু কাগজে নয়, আমরা বাস্তবে সেবা দিব।

২৩ জানুয়ারি (শুক্রবার) ঢাকা-১৮ আসনের অন্তর্গত তুরাগের ৫৩ নম্বর ওয়ার্ডে নির্বাচনী পথসভায় এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

হাতপাখা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেন বলেন, তুরাগের এই এলাকাগুলো সিটি কর্পোরেশন এলাকা ঘোষণা করা হলেও এখানকার মানুষ এখনো কাঙ্ক্ষিত নাগরিক সেবা পাচ্ছে না। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক কার্যক্রমে দীর্ঘদিনের অব্যবস্থাপনা স্পষ্ট।

তিনি বলেন, সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ তুরাগবাসীসহ ঢাকা-১৮ আসনের প্রতিটি মানুষ ন্যায্য ও সমান নাগরিক সেবা পাবে।

জুমার নামাজের পর এই প্রার্থী ৫৪ নম্বর ওয়ার্ডের শুক্রভাঙ্গা এলাকা থেকে শুরু করে কামারপাড়া, ভাটুলিয়া, রাজাবাড়ি, নয়ানিচালা ও ধউর এলাকায় ধারাবাহিক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা অংশ নেন।

এর আগে সকাল সকাল ১০টায় তুরাগ থানাধীন ৫৩ নম্বর ওয়ার্ডের রানাভোলা কাউন্সিলর অফিসের সামনে থেকে তার প্রচারণা শুরু করেন তিনি। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102