বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন

মিয়া আরেফিকে রিমান্ডে না নিয়ে ফের জেলগেটে জিজ্ঞাসাবাদ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দেওয়া কথিত জাহিদুল ইসলাম ওরফে মিয়া আরেফিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়নি। ফের তাকে জেলগেটেই জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩০ ডিসেম্বর) ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে। 

মিথ্যা পরিচয় দিয়ে বিশ্বাসভঙ্গের মামলায় গ্রেপ্তার মিয়া আরেফি বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ডিবি প্রধান হারুন-অর-রশীদ জানান, বাইডেনের কথিত উপদেষ্টাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কাছ থেকে যেসব তথ্য জানার ছিল, জিজ্ঞাসাবাদ করে সেসব তথ্য জেনে নেওয়া হয়েছে।

একটি বিশ্বস্ত সূত্রে জানা যায়, উচ্চপর্যায়ের একটি মহল থেকে অনুমতি না পাওয়ায় জাহিদুল ইসলামকে রিমান্ডে নেওয়া যায়নি।

এর আগেও গত নভেম্বরে মিয়া আরেফিকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করে ডিবি।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পরপর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে যান মিয়া আরেফি। সেখানে নিজেকে বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। পরদিন ২৯ অক্টোবর তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। পরে মামলা হলে গত ২ নভেম্বর তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৩
themesba-lates1749691102