জীবনের সহযাত্রা
– মং এ খেন মংমং
অন্ধকার আর আলো,
দুঃখ আর সুখ
দুই-ই অনিত্য,
দুই-ই পথের সাথী।
ক্ষণিকের হাসি, ক্ষণিকের কান্না
জীবন শুধু এক স্রোত,
যেখানে থেমে থাকা মানে
মায়ার বাঁধনে জড়ানো।
প্রজ্ঞার দীপে দেখি
নেই কোনো স্থির দুঃখ,
নেই কোনো চির সুখ,
আছে শুধু চেতনার জাগরণ।
জীবন ছুটে চলে
অন্ধকার থেকে আলোয়,
আলো থেকে শূন্যতায়,
শূন্যতা থেকেই মুক্তির জন্ম।