মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ১০:০০ অপরাহ্ন

পাটগ্রামে বসুন্ধরা শুভসংঘ স্কুলে বই বিতরণ উৎসব

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বসুন্ধরা শুভসংঘ স্কুলে প্রাক-প্রাথমিক ও প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে। সোমবার  (১২ জানুয়ারি) দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় অবস্থিত শুভসংঘ স্কুলে আয়োজিত এ অনুষ্ঠানে সকল শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হামিদ সরকার। তিনি বলেন, শিশুদের শিক্ষার ভিত্তি গড়ে ওঠে প্রাথমিক স্তরে।

এ সময় মানসম্মত শিক্ষা ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ নিশ্চিত করা হলে শিশুরা ভবিষ্যতে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে। বসুন্ধরা শুভসংঘের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা কমিটির উপদেষ্টা তন্ময় আহমেদ নয়ন, পাটগ্রাম উপজেলা কমিটির উপদেষ্টা মাসুদ রানা, সভাপতি সুমন ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য এমদাদুল হোসেন এবং সাংবাদিক মহসিন ইসলাম শাওন।

বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার আলো পৌঁছে দিতে বসুন্ধরা শুভসংঘ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ লক্ষ্য করা যায়। তারা জানান, নতুন বই পেয়ে শিক্ষার্থীরা  আরো মনোযোগ দিয়ে পড়াশোনা করতে আগ্রহী হয়ে উঠবে।

স্থানীয় অভিভাবকরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রত্যন্ত চরাঞ্চলের শিশুদের শিক্ষায় এমন সহায়তা তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বই বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দিতে বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102