মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন

২৪-২৫ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরে যাত্রী ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
যাত্রীসেবা, নিরাপত্তা ও অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নিচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। এ লক্ষ্যে আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় যাত্রী ছাড়া অন্য সবার প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার প্রেক্ষাপটে বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আগাম এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শুধুমাত্র বৈধ টিকিটধারী যাত্রীদেরই বিমানবন্দর টার্মিনালে প্রবেশের অনুমতি দেওয়া হবে। যাত্রীদের সঙ্গে আসা স্বজন, দর্শনার্থী বা অন্যান্য ব্যক্তিরা এ সময় বিমানবন্দর এলাকায় প্রবেশ করতে পারবেন না।এক বিজ্ঞপ্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদ  বলেন, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে এবং বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম সুশৃঙ্খল রাখতে এই সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।এ বিষয়ে যাত্রী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করেছে কর্তৃপক্ষ।বিমানবন্দর সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে আগের নিয়ম অনুযায়ী সহযাত্রী ও ভিজিটর প্রবেশের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102