মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

একীভূত পাঁচ ইসলামি ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণার নির্দেশ

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
একীভূত হয়ে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’তে অন্তর্ভুক্ত পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের শেয়ারহোল্ডারদের শেয়ার মূল্য আনুষ্ঠানিকভাবে শূন্য (জিরো) ঘোষণা করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্ট ব্যাংকগুলোর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ঋণাত্মক হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গতকাল বাংলাদেশ ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংকের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘ব্যাংক রেজল্যুশন অর্ডিন্যান্স, ২০২৫-এর আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।মূল্যায়নে দেখা গেছে, পাঁচ ব্যাংকের শেয়ারের নিট সম্পদমূল্য শেয়ারপ্রতি ৩৫০ থেকে ৪২০ টাকা পর্যন্ত ঋণাত্মক, ফলে শেয়ারগুলো লিখে শূন্যে নামিয়ে আনা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102