সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন

ভারতে রেকর্ড পরিমাণে পৌঁছেছে চালের মজুদ

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
ভারতের সরকারি গুদামগুলোতে চালের মজুদ গত বছরের তুলনায় প্রায় ১২ শতাংশ বেড়ে ডিসেম্বরের শুরুতে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। নতুন মৌসুমের ধান বেশি পরিমাণে সংগ্রহ করায় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর মজুদ এভাবে বেড়েছে, যা সরকারি তথ্যে দেখা গেছে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।এই বাড়তি মজুদ বিশ্বের সবচেয়ে বড় চাল রপ্তানিকারক দেশটিকে রপ্তানি আরো বাড়ানোর সুযোগ দিতে পারে, যার ফলে থাইল্যান্ড, ভিয়েতনাম ও পাকিস্তানের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সরবরাহের ওপর চাপ সৃষ্টি হতে পারে।দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ১ ডিসেম্বর পর্যন্ত অবকাট চালসহ মোট চালের সরকারি মজুদ দাঁড়িয়েছে রেকর্ড পাঁচ কোটি ৭৫ লাখ ৭০ হাজার মেট্রিক টন, যা ১ জানুয়ারির জন্য সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা ৭৬ লাখ ১০ হাজার টনের বহু গুণ বেশি।একই সময়ে গমের মজুদ ছিল দুই কোটি ৯১ লাখ ৪০ হাজার টন, যেখানে গত বছর একই সময়ে তা ছিল দুই কোটি ছয় লাখ টন।নয়াদিল্লিভিত্তিক এক বৈশ্বিক বাণিজ্য প্রতিষ্ঠানের ডিলার বলেন, খোলা বাজারে দাম সরকার নির্ধারিত ন্যূনতম সহায়তা মূল্যের নিচে থাকায় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে কৃষকদের কাছ থেকে বিপুল পরিমাণ ধান কিনতে হচ্ছে।তিনি বলেন, ‘সরকার এত বেশি কেনাকাটা করলেও ব্যবসায়ীদের কাছে রপ্তানির জন্য এখনো পর্যাপ্ত মজুদ রয়েছে।’১ অক্টোবর শুরু হওয়া চলতি বিপণন মৌসুমের শুরু থেকে সরকার কৃষকদের কাছ থেকে চার কোটি ২২ লাখ টন ধান সংগ্রহ করেছে।মুম্বাইভিত্তিক এক ব্যবসায়ী বলেন, ‘এই মুহূর্তে রপ্তানি চাহিদা খুব বেশি শক্তিশালী নয়, তবে রুপির অবমূল্যায়ন ব্যবসায়ীদের প্রতিযোগিতামূলক দামে চুক্তি করতে সহায়তা করছে।’

চলতি মাসে ভারতীয় রুপি রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে, ফলে বিদেশে বিক্রিতে ব্যবসায়ীদের আয় বাড়ছে।বিশ্বব্যাপী চাল রপ্তানির প্রায় ৪০ শতাংশের যোগান দেওয়া ভারত গত মার্চে শস্যটির ওপর আরোপিত শেষ দফার রপ্তানি নিষেধাজ্ঞাও তুলে নেয়।২০২৫ সালের প্রথম ১০ মাসে ভারতের চাল রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ৩৭ শতাংশ বেড়ে এক কোটি ৮৪ লাখ ৯০ হাজার টনে পৌঁছেছে।রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছরে ভারতের চাল রপ্তানি আগের বছরের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেড়ে রেকর্ড দুই কোটি ২৫ লাখ টনে পৌঁছতে পারে।চালের পাশাপাশি এ বছর গমের মজুদও স্বস্তিদায়ক পর্যায়ে রয়েছে, যা সরকারকে খাদ্যশস্যের দাম আরো কার্যকরভাবে নিয়ন্ত্রণে সহায়তা করছে, বলে ওই ব্যবসায়ী জানান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102