১৯৭৫ সালে তিনি ফের বাংলাদেশে ফিরে আসেন। তার প্রতিষ্ঠিত সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড (সিআরপি) ১৯৭৯ সালে প্রথম রোগী ভর্তি করে।এই সময়ে তিনি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে কাজ করতেন। প্রাথমিকভাবে হাসপাতাল প্রাঙ্গণে দুটি সিমেন্ট স্টোররুম থেকে সিআরপি পরিচালিত হতো এবং ১৯৯০ সালের মাঝামাঝি সময়ে স্থায়ীভাবে সাভারে স্থানান্তরিত হয়।