শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ইসলামী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তরের নবনির্বাচিত সভাপতি, মুস্তফা, সহ-সভাপতি,আবুল হাসান, সাধারণ সম্পাদক আলী আকবর ওসমান হাদীর খুনীদের গ্রেফতারের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ মিছিল হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রশাসনে ফ্যাসিবাদী দোসর শনাক্তের দাবিতে উত্তাল উত্তরা ঢাকায় ২৪ ডিসেম্বর শুরু হচ্ছে দাওয়াতে ইসলামীর ইজতিমা। ঢাকাস্থ চাঁদপুর সমিতি: সভাপতি সালাউদ্দিন, সেক্রেটারি নূরুজ্জামান টঙ্গীতে তারেক রহমানের আগমন উপলক্ষে যুবদলের উচ্ছ্বাসময় শোভাযাত্রা নামাজে অহেতুক তাড়াহুড়োর ব্যাপারে হাদিসের সতর্কবার্তা ওয়াজ মাহফিলে মাইকের ব্যবহার ও শব্দ-সংযম : ইসলামের দৃষ্টিভঙ্গি নির্বাচনী ফান্ড ও ক্যাম্পেইনের সবশেষ তথ্য জানালেন আসিফ মাহমুদ পোস্টাল ভোট দিতে দেশ-বিদেশে ৪ লাখ ৮৫ হাজার নিবন্ধন

টঙ্গীতে তারেক রহমানের আগমন উপলক্ষে যুবদলের উচ্ছ্বাসময় শোভাযাত্রা

উত্তরা নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর দেশে আগমন উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মো. সুমনের নেতৃত্বে এ শোভাযাত্রা আয়োজন করা হয়। শোভাযাত্রাটি টঙ্গীর হোসেন মার্কেট এলাকা থেকে শুরু হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে খাঁ-পাড়া রোডের মাথায় গিয়ে শেষ হয়। এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এই শোভাযাত্রায় নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার এবং ফেস্টুন বহন করে বিভিন্ন স্লোগানের মাধ্যমে রাজপথ মুখরিত করে তোলেন।সংক্ষিপ্ত সমাবেশে যুবদল নেতা শেখ মো. সুমন বলেন,

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, আগামীর রাষ্ট্রনায়ক ও তরুণ্যের অহংকার তারেক রহমানের দেশে আগমন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। তার নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ হয়ে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে আরও শক্তিশালী ভূমিকা রাখবে।তিনি আরও বলেন,
তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে। আগামী দিনের রাজনৈতিক আন্দোলন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।”
এ সময় যুবদল, ছাত্রদল এবং বিএনপির স্থানীয় পর্যায়ের একাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শোভাযাত্রা ও সমাবেশে অংশগ্রহণকারীরা দলীয় সমন্বয় ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102