রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ অপরাহ্ন

নিউইয়র্কে বেস্ট টিম প্লেয়ার অ্যাওয়ার্ড পেলেন মিজানুর রহমান

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব কারেকশনের প্রোগ্রাম স্পেশালিস্ট টু হিসেবে দায়িত্ব পালনকারী মোঃ মিজানুর রহমান ২০২৫ সালের বেস্ট টিম প্লেয়ার অ্যাওয়ার্ড অর্জন করেছেন। পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও দলগত কাজের অনন্য সামর্থ্যের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।২০০৬ সালে আমেরিকায় অভিবাসনের পর মিজানুর রহমান একের পর এক যোগ্যতা অর্জনের মাধ্যমে নিজেকে পেশাগতভাবে দৃঢ় অবস্থানে প্রতিষ্ঠিত করেন। ভোলা এ রব স্কুল থেকে এসএসসি, বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে এইচএসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিংয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন তিনি। পাশাপাশি কমনওয়েলথ ইয়ুথ প্রোগ্রাম থেকে ডিপ্লোমা ইন ইয়ুথ ডেভেলপমেন্ট এবং চাইল্ড এডুকেশনে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন।

ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ এলাকার গনপূর্ত বিভাগের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার আলহাজ্ব মোঃ শাহজাহান ও স্কুল শিক্ষিকা সাহানারা বেগমের জ্যেষ্ঠ পুত্র মিজানুর রহমান ব্যক্তিজীবনে বিবাহিত এবং এক পুত্র সন্তানের জনক।

নিউইয়র্কের মতো ব্যস্ততম কর্মপরিবেশে দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের পরিচয় রেখে এ অর্জন তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102