মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বেংরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ জুয়েল শিকদারের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিক স্বপন রানা জাতীয় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার স্টাফ মাল্টিমিডিয়া রিপোর্টার।
জানা যায়, আজ শনিবার (৬ ডিসেম্বর) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্লাসে ফেরা নিয়ে নিজ ফেসবুক আইডিতে পোস্ট দেন সাংবাদিক স্বপন রানা। পরবর্তীতে ওই পোস্ট নিজ ফেসুবক একাউন্ট থেকে কমেন্ট করেন অভিযুক্ত শিক্ষক জুয়েল শিকদার। ওই কমেন্টে সাংবাদিক স্বপন রানাকে অকথ্য ভাষায় গালাগাল করেন ওই শিক্ষক।
এ বিষয়ে ভুক্তভোগী গণমাধ্যমকর্মী স্বপন রানা জানায়, কমেন্টে অশ্রাব্য ভাষায় গালাগালের পর সে (জুয়েল শিকদার) ম্যাসেঞ্জারে কল দিয়ে আমাকে পোস্ট ডিলিট করে ফেলতে চাপ প্রয়োগ এবং নানা ধরণের হুমকি দিয়েছে। এছাড়া আমার পরিবারের সদস্যদের ফোনে কল দিয়ে সে গালিগালাজ করেছে।
সূত্র জানায়, অভিযুক্ত জুয়েল শিকদারের বিরুদ্ধে এর আগেও নানা অনিয়মের অভিযোগ রয়েছে। রাজনৈতিক সুবিধা নিয়ে স্ত্রীসহ নিকটবর্তী বিদ্যালয়ে শিক্ষকতার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এদিকে, শিক্ষক জুয়েল শিকদার কর্তৃক গণমাধ্যমকর্মীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকির নিন্দা জানিয়েছে ঢাকায় কর্মরত সাংবাদিকরা। এছাড়াও জুয়েলের এমন কর্মকাণ্ডে বিব্রত স্থানীয় শিক্ষক সমিতির নেতারাও।