বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন

আইপিএল থেকে অবসরের কারণ জানালেন রাসেল

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
কলকাতা নাইট রাইডার্সের সাবেক তারকা অলরাউন্ডার অ্যান্দ্রে রাসেল সম্প্রতি ঘোষণা দিয়েছেন, তিনি আর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলবেন না। যদিও শেষ মৌসুমে তার পারফরম্যান্স ততটা উজ্জ্বল ছিল না, তবু আইপিএলে তার সক্ষমতা নিয়ে খুব কমই প্রশ্ন ছিল। ১২ বছরের জার্সি গায়ে কেকেআরের হয়ে বহু ম্যাচে একাই ভাগ্য বদলে দেওয়া রাসেল এবার নিজেই জানালেন কেন তিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে রাসেল বলেন, ফর্ম হারানোর আগেই নিজেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।তার ভাষায়, “উসাইন বোল্ট কিংবা এবি ডি ভিলিয়ার্সকে দেখুন। তারা যখন ক্যারিয়ারের শীর্ষ সময়ে বিদায় নিয়েছিলেন, তখন অনেক ভক্তই প্রশ্ন করেছিল, ‘কেন?’ আমিও যখন সিদ্ধান্তটি নিয়েছি, অনুভব করেছি, এটাই আমার জন্য সেরা সময়। আমি ফিকে হয়ে যেতে চাই না। আমি একটি উত্তরাধিকার (লেগেসি) রেখে যেতে চাই।মানুষ যখন এখনো বলে ‘কেন?’—তখনই অবসর নেওয়া ভালো, এমন পর্যায়ে যাওয়ার আগে যখন সবাই বলতে শুরু করে, ‘ঠিক আছে, আপনার তো ৩-৪ বছর আগেই অবসর নেওয়া উচিত ছিল।’”  রাসেল জানিয়েছেন, তিনি শুধু আইপিএল থেকে অবসর নিচ্ছেন, অন্য টি-টোয়েন্টি লিগ খেলা চালিয়ে যাবেন। তাকে যখন জিজ্ঞেস করা হয় আইপিএল কি অন্য যেকোনো লিগের চেয়ে বেশি চাহিদাপূর্ণ, তিনি বলেন, বিশাল টুর্নামেন্ট হওয়ায় সবসময় শতভাগ প্রস্তুত থাকতে হয়।তিনি বলেন, ‘নিশ্চয়ই।ম্যাচের সংখ্যা, ভ্রমণ সব মিলিয়ে বিশাল চাপ। আপনাকে নিশ্চিত করতে হবে যে শরীর ঠিকভাবে রিকভার করছে, সতেজ থাকছেন, প্র্যাকটিস ও জিমের কাজ সামলাচ্ছেন। প্র্যাকটিস করতে হবে, জিমে যেতে হবে, কিন্তু আবার অতিরিক্তও করা যাবে না। অলরাউন্ডার হিসেবে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব সামলানোই কঠিন। আর আইপিএল এত বড় লিগ যে এখানে সবসময় নিজের সেরাটা দিতে হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102