বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র-ইউক্রেন আলোচনা: শান্তি চুক্তিতে নেই কোনো অগ্রগতি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র প্রতিনিধি দলের মধ্যে পাঁচ ঘণ্টার আলোচনা হলেও, ইউক্রেনে শান্তি চুক্তি অর্জনে কোনো বড় অগ্রগতি হয়নি বলে ধারণা করা হচ্ছে। ক্রেমলিনের একজন মুখপাত্র বলেছেন, ‘মস্কো সভা ছিল গঠনমূলক, তবে কিছু অংশ রাশিয়ার ক্ষেত্রে কিছু প্রস্তাব গ্রহণযোগ্য হয়নি।’ 

ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাই জ্যারেড কুশনার এই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কয়েক সপ্তাহ ধরে চলমান কূটনৈতিক প্রচেষ্টার পর অনুষ্ঠিত হলো এই বৈঠক।তবে এই বৈঠক নিয়ে মার্কিন দলের পক্ষ থেকে মস্কো ত্যাগের পর কোনো মন্তব্য করা হয়নি।মঙ্গলবারের আগে পুতিন বলেছিলেন, কিয়েভ এবং ইউরোপের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র-সমর্থিত শান্তি পরিকল্পনায় প্রস্তাবিত পরিবর্তনগুলো রাশিয়ার পক্ষে গ্রহণযোগ্য নয়। তিনি আরো বলেন, ‘যদি ইউরোপ যুদ্ধ করতে চায় এবং যুদ্ধ শুরু করে, তাহলে আমরা এখনই প্রস্তুত।’ নভেম্বর মাসে মিডিয়াতে ফাঁস হওয়া পরিকল্পনাটি রাশিয়ার পক্ষে অনুকূল হিসেবে দেখা হয়েছিল, তবে এখন বেশ কিছু পরিবর্তন হয়েছে।

আলোচনার আগে, পুতিন ইউরোপের নেতাদের ওপর ক্ষোভ প্রকাশ করেন, যারা ২০২২ সালে রাশিয়া পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করার পর থেকে কিয়েভের রক্ষা অভিযানকে সমর্থন করেছে।তিনি বলেন, ইউরোপীয় নেতারা ভুল ধারণায় আছেন, তারা রাশিয়ার বিরুদ্ধে কৌশলগত পরাজয় আনতে পারবেন। তিনি আরো বলেন, ‘আমরা ইউরোপের সঙ্গে যুদ্ধ করার পরিকল্পনা করি না, কিন্তু যদি ইউরোপ হঠাৎ যুদ্ধ শুরু করতে চায়, আমরা এখনই প্রস্তুত।’ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি আশা করেন, মার্কিন দল মস্কো সভার পর তাকে আলোচনা সম্পর্কে অবহিত করবে। তবে এটি স্পষ্ট নয় যে, উইটকফ এবং কুশনার কিয়েভ বা অন্য কোনো ইউরোপীয় রাজধানীতে আরো আলোচনা করতে যাবেন কি না। 

ক্রেমলিন আলোচনার আগে ইউক্রেনীয় নেতা মঙ্গলবার আইরিশ সরকারি সফরের সময় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘এখন যুদ্ধ শেষ করার সুযোগ রয়েছে, তবে কিছু প্রস্তাব এখনও আলোচনার বিষয়।’ জেলেনস্কি বলেন, ‘সবকিছু আজকের আলোচনা পর্বের ওপর নির্ভর করছে।’ তিনি আরো বলেন, ‘কোনো সহজ সমাধান নেই।’ তিনি ইউক্রেনের পক্ষ থেকে শান্তি আলোচনা অংশগ্রহণের দাবি এবং নিরাপত্তা নিশ্চয়তা, যেমন ন্যাটো সদস্যপদ প্রাপ্তির কথা পুনর্ব্যক্ত করেন—যা রাশিয়া দীর্ঘদিন ধরে বিরোধী এবং ট্রাম্পও এটি খারিজ করেছেন।জেলেনস্কি আরও যোগ করেন, ‘আমাদের এমনভাবে যুদ্ধ বন্ধ করতে হবে, যেন এক বছর পর রাশিয়া ফিরে না আসে।’  ইউক্রেনীয় প্রতিনিধিরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রস্তাবিত পরিকল্পনার ওপর দুই দফা উচ্চপর্যায়ের আলোচনা করেছেন, যেখানে উইটকফ, কুশনার এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন। 

হোয়াইট হাউস জানিয়েছে, ‘এই প্রস্তাবনা খুব ভালভাবে সংশোধন করা হয়েছে, তবে আপডেট করা পরিকল্পনার বিস্তারিত এখনও নিশ্চিত হয়নি।’পুতিন সাম্প্রতিক তার দাবিগুলোর ব্যাপারে অটল, যেখানে জেলেনস্কি বারবার বলেছেন, তিনি পূর্ব ইউক্রেনীয় অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ ছাড়বেন না। মঙ্গলবার আলোচনা চলাকালীন, ট্রাম্প ওয়াশিংটনে তার মন্ত্রিসভার সদস্যদের কাছে বলেন, এই সংঘাত সমাধান করা সহজ নয়। 

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102