বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

বিশ্বকাপজয়ী ওপেনারকে পেছনে ফেলে শীর্ষে উলভার্ট

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
নারী বিশ্বকাপের ট্রফি জিতে সেরা হতে না পারলেও আজ ব্যক্তিগত একটা জায়গায় ঠিকই হয়েছেন লরা উলভার্ট। ওয়ানডে ব্যাটারদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থানে উঠেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।শিরোপা হারানো দলের ওপেনারকে পেছনে ফেলেছেন উলভার্ট। ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানাকে পেছনে ফেলে তিনিই এখন সেরা।তবে দুজনের পয়েন্টের ব্যবধান খুব বেশি নয়, মাত্র ৩। উলভার্টের ক্যারিয়ারসেরা ৮১৪ রেটিংয়ের বিপরীতে মান্ধানার পয়েন্ট ৪১১। তাকে জায়গা দিতে একধাপ করে নিচে নেমেছেন মান্ধানা ও অ্যাশলেই গার্ডনার।বিশ্বকাপের দুর্দান্ত পারফরম্যান্সই উলভার্টকে শীর্ষ ব্যাটার করেছে।বিশেষ করে সেমিফাইনালের ১৬৯ রানের বিপরীতে ফাইনালের ১০১ ইনিংস। ৫৭১ রান করে এক টুর্নামেন্টে সর্বোচ্চ রানসংগ্রাহকের রেকর্ডও গড়েছেন তিনি।শীর্ষ দশে বড় লাফ দিয়েছেন জেমিমাহ রদ্রিগেজ। সেমিফাইনালের ১২৭ রানের ইনিংসে ৯ ধাপ এগিয়ে ১০ নম্বরে তিনি।অন্যদিকে ৩ ধাপ এগিয়ে ওয়ানডেকে বিদায় জানানো নিউজিল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইনের সঙ্গে যৌথভাবে ৭ নম্বরে এলিস পেরি। এছাড়া ৪ ধাপ এগানো ভারতীয় অধিনায়ক হারমানপ্রীত কৌরের (১৪ নম্বর) বিপরীতে ১৩ ধাপ উন্নতি হয়েছে ফোবি লিচফিল্ডের (১৩ নম্বর)। টুর্নামেন্ট সেরা দিপ্তি শর্মা ৩ ধাপ এগিয়ে ২১ নম্বরে জায়গা পেয়েছেন। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে শীর্ষে থাকা শারমিন আক্তার সুপ্তার এক ধাপ ‍উন্নতি হওয়ায় ২৯ নম্বরে আছেন।বোলিংয়ে যথারীতি এক নম্বরে আছেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সোফি একলেস্টন।দুই ধাপ এগিয়ে তার পেছনেই আছেন মারিজানে কপ। দক্ষিণ আফ্রিকার মিডিয়াম পেসারকে জায়গা দিতে এক ধাপ করে পিছিয়েছেন দুই ‍অস্ট্রেলিয়ান অ্যালেনা কিং (৩) ও গার্ডনার (৪)। বাংলাদেশের হয়ে এক ধাপ করে উন্নতি হয়েছেন নাহিদা আক্তার (১২) ও ফাহিমা খাতুনের (৩২)।অলরাউন্ডার র‌্যাংকিং শীর্ষ পাঁচে একটি পরিবর্তন এসেছে। এক ধাপ এগিয়ে চারে জায়গা পেয়েছেন দিপ্তি। তাতে পেছনে পড়েছেন অ্যানাবেল সান্ডারল্যান্ড। আর শীর্ষে থাকা গার্ডনারের পরের দুজন হচ্ছেন—মারিজানে ও হেইলি ম্যাথিউস।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102