টেকসই উন্নয়নে সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মন্তব্য করে বিশিষ্ট রাজনীতিবিদ ও শিল্পপতি দয়াল কুমার বড়ুয়া বলেন—টেকসই উন্নয়নের জন্য সুশাসনের বিকল্প নেই। দেশকে সঠিকভাবে উন্নয়নের চূড়ান্ত সফলতার দিকে এগিয়ে নিতে প্রথমেই প্রয়োজন সুশাসন।
এসময় তিনি বলেন— সুশাসন প্রত্যেক নাগরিকের অধিকার এবং এই অধিকার নিশ্চিত করাই হচ্ছে জনপ্রতিনিধিদের অন্যতম দায়িত্ব।
আজ শুক্রবার সন্ধ্যায় উত্তরা একটি রেষ্টুরেন্টে ‘এসোসিয়েশন ফর গুড গভর্নেন্স ইন বাংলাদেশ’–এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি–এর সরকার ও রাজনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. অধ্যাপক এম মিজানুর রহমানের সভাপতিত্বে এবং পরিচালক আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ‘সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন-পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. আব্দুল লতিফ মাছুম, বাংলাদেশ ফ্রেন্ডস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব, বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. সালউদ্দিন ভূঁইয়াসহ বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।
এছাড়াও আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কয়েক শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দয়াল কুমার বড়ুয়া জাতীয় পার্টি (জাপা)-এর জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।