বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

কানাডায় পা রাখলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এক চাঞ্চল্যকর ঘোষণায় জানিয়েছেন, যদি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এবং তিনি কানাডা সফরে আসেন, তবে তাকে গ্রেপ্তার করা হবে।

শুক্রবার মুম্বাইয়ে প্রবাসী পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্নিকে জিজ্ঞেস করা হয়, কানাডা কি নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে কিনা। উত্তরে তিনি বলেন, “হ্যাঁ”, তবে বিষয়টি সম্পর্কে বিস্তারিত আর কিছু বলেননি।

প্রধানমন্ত্রী কার্নি আরও বলেন, “ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হবে, এবং তার নীতির আওতায় আমরা কাজ করব। এটি কানাডার একটি মৌলিক ও মানবতাবাদী নীতির প্রতিফলন।” তিনি আরও জানান, বর্তমান সরকার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে জাতিসংঘের রেজোলিউশন অনুসরণ করবে এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে।

কার্নির ভাষ্য অনুযায়ী, এই স্বীকৃতি এবং নীতিগত অবস্থান কানাডার দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির ধারাবাহিকতারই অংশ। তিনি বলেন, “১৯৪৭ সাল থেকেই আমরা ফিলিস্তিন রাষ্ট্রের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে সম্মান করে আসছি।”

কার্নির বক্তব্যে স্পষ্ট, ফিলিস্তিন ইস্যুতে কানাডা তার অবস্থানে দৃঢ় এবং আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রশ্নে আপসহীন। এই প্রেক্ষাপটে, আন্তর্জাতিক অপরাধ আদালত যদি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, এবং তিনি কানাডার ভূখণ্ডে প্রবেশ করেন, তবে কানাডা তাকে গ্রেপ্তার করবে।

এমন সময় এই ঘোষণা এল, যখন গাজার চলমান যুদ্ধ ও ইসরায়েলের ভূমিকার বিরুদ্ধে বিশ্বব্যাপী সমালোচনা চলছে, এবং আইসিসি ইতোমধ্যেই যুদ্ধাপরাধ তদন্ত করছে।

তথ্যসূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102