বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

রাজধানীতে ব‍্যাটারিচালিত ভ্যান উল্টে চালকের মৃত্যু

জাতীয় ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর নীলক্ষেত গাউছিয়া মার্কেটের পাশে ব্যাটারিচালিত ভ্যান উল্টে মো. সুজন (৩৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। 

বুধবার দিবাগত রাত ২টার দিকে দুর্ঘটনা ঘটার পর আজ সকাল পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সিস সেন্টারে (ওসেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত সুজন ময়মনসিংহের গফরগাঁও থানার হাটিরিয়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। বর্তমানে তেজগাঁওয়ের বেগুনবাড়ি রতন সাহেবের গলিতে ভাড়া থাকতেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী জানান, গতরাতে ভ্যান উল্টে আহত হন তিনি। আমরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। পরে আজ সকলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গতরাতে ওই ভ্যান চালককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগের ওসেকে ভর্তি করা হয়। পরে আজ সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102