চাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষে যত দ্রুত সম্ভব নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক কামাল উদ্দিন। নির্বাচন পর্যবেক্ষণ শেষে চাকসু কার্যালয়ের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি জানান, নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। নির্ধারিত সময় শেষে ভোটগণনা শুরু হবে। জাকসু নির্বাচনে ভোট গণনা নিয়ে যে প্রশ্ন উঠেছিল সে ব্যাপারে সচেতন আছে চাকসু। ভোট শুরুর আগেই গণনার বিষয়ে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে।
পর্যাপ্ত ওএমআর মেশপন আনা হয়েছে। নির্বাচনের পর যত দ্রুত সম্ভব ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে। এক্ষেত্রে কালক্ষেপণ হবে না। বড় ধরনের কোনো অভিযোগ ছাড়া চাকসু নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে। নির্বিঘ্নে ভোট গ্রহণ চলছে। গণনাকে কেন্দ্র করে যাতে কোন বিতর্ক না ওঠে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক আছে বলে জানান তিনি।