সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

সব সরকারি কলেজে মঙ্গলবার থেকে কর্মবিরতি

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

ঢাকা কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এবার সব সরকারি কলেজ, অন্যান্য প্রতিষ্ঠানে কালোব্যাজ ধারণ কর্মসূচি ঘোষণা দিয়েছেন কর্মরত শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। মঙ্গলবার থেকে এ কর্মবিরতি শুরু হবে।

সোমবার এ ঘোষণা দেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার সমিতির সভাপতি প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি বলেন, আমরা ১৫ অক্টোরের পরে কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও আহ্বায়ক কমিটি পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।

এর আগে ঢাকা কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর মব আক্রমণ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। তারা বলেন, আমরা শান্তিপ্রিয় শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর এমন হামলার তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে এই হামলার বিচার করতে হবে।

শিক্ষা ক্যাডাররা বলেন, সহযোগী অধ্যাপক মো. তৌহিদুর রহমান ও কিছু শিক্ষার্থীর ওপর বিপুল সংখ্যক বহিরাগত ও উপস্থিত ছিল যারা আক্রমণ করেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102