বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ১০:১৯ অপরাহ্ন

আমি ঢাকা-১৮ আসনের উন্নয়নে কাজ করতে চাই: এম কফিল উদ্দিন আহমেদ

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

বিগত ১৭ বছরে ঢাকা-১৮ আসনে কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ। তিনি বলেন, “স্বৈরাচার শেখ হাসিনা সরকার এই এলাকার উন্নয়ন না করে শুধু লুটপাট করেছে। ফলে এলাকাবাসী আজও চরম দুর্ভোগে রয়েছে।”

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর দক্ষিণখানের চালাবন মাটির মসজিদে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম কফিল উদ্দিন আহমেদ বলেন, “চালাবন এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও গ্যাস সংকট এখনো মেটেনি। দক্ষিণখানের অনেক রাস্তাই বছরের পর বছর অবহেলিত। আমি নিজে ফায়দাবাদে থাকি—আপনারা সেখানে গিয়ে দেখুন রাস্তাঘাটের কী বেহাল অবস্থা। যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে মনোনয়ন দেন তাহলে আমি ঢাকা-১৮ আসনের সার্বিক উন্নয়নে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, “বিগত ফ্যাসিস্ট অবৈধ সরকার ভোটহীন নির্বাচন করেছে এবং জনগণের হাজার হাজার কোটি টাকা লুট করেছে। আমি এই অন্যায়ের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আপনাদের দোয়া ও সমর্থন চাই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য ও রশিদ গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন রতন।
সভায় সভাপতিত্ব করেন চালাবন মাটির মসজিদের খতিব আব্দুল ওয়াহাব।

অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, সাধারণ নাগরিক ও বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, “আমাদের এমপি হবে আমাদের কাছের মানুষ। আমরা ঢাকা-১৮ আসনে এম কফিল উদ্দিন আহমেদকে এমপি হিসেবে দেখতে চাই।”

অন্যান্য উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন দক্ষিণখান থানা বিএনপির সাবেক সিনিয়র সাধারণ সম্পাদক হাজী মাসুদ মিয়া,দক্ষিণখান থানা শ্রমিক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সরুজ,বিমানবন্দর থানা ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক,দক্ষিণখান থানা বিএনপি নেতা মনির হোসেন রাজু, দক্ষিণখান থানা যুবদল নেতা এম এ আজিজসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102