বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে নিয়ে একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করার চেষ্টা চলছে, তবে যেকোনো ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবেলা করা হবে।
বুধবার রাজধানীর উত্তরা কাওলায় এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এম কফিল উদ্দিন আহমেদ এসব মন্তব্য করেন। তিনি আরো বলেন, “জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে একটি গ্রুপ পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। তারা আসন্ন নির্বাচনকে বানচাল করতে মরিয়া হয়ে উঠেছে। কিন্তু সেটা হতে দেওয়া হবে না। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সব অপচেষ্টা প্রতিহত করবে।”
বক্তব্যে এম কফিল উদ্দিন আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া–র রাজনৈতিক ত্যাগের কথাও স্মরণ করেন।
তিনি বলেন, “তারেক রহমান দীর্ঘদিন মায়ের স্নেহ থেকে বঞ্চিত ছিলেন। প্রিয় ভাইকে শেষবার দেখতে পারেননি— এটা ছিল এক নির্মম সময়। নিজের জীবনের অনেকটা সময় হারিয়েও তিনি দেশের কল্যাণে ভাবছেন, জনগণের পাশে আছেন।”
বেগম খালেদা জিয়ার প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাবন্দী ছিলেন। অসুস্থ থাকা সত্ত্বেও স্বৈরাচারী শেখ হাসিনা সরকার তাকে যথাযথ চিকিৎসা নিতে দেয়নি। তিনি গণতন্ত্র রক্ষার আপোষহীন প্রতীক।”
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে এম কফিল উদ্দিন আহমেদ বলেন, “আমি আশাবাদী— সামনে সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবার দেশগঠনের দায়িত্ব নেবে।”
এসময় তিনি বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে নেতা-কর্মীদের সক্রিয়ভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন। সভাপতিত্ব করেন এডভোকেট বায়েজিদ মোল্লা। এছাড়া স্থানীয় ব্যবসায়ী, সাধারণ নাগরিক ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৈঠকে অংশ নেন।