বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

প্রচারিত সংবাদের প্রতিবাদ জানাল জাতীয় যুবশক্তি

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীর তুরাগ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী কে এম মামুন নিখোঁজের সাথে যুবশক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জড়িয়ে একটি অনলাইন পোর্টালে রিপোর্ট প্রকাশ করায় প্রকাশিত রিপোর্টের প্রতিবাদ জানিয়েছে জাতীয় যুবশক্তি। রবিবার সকালে এক বিজ্ঞাপ্তিতে জাতীয় যুবশক্তির প্রেস উইং মুহাম্মাদ আসাদুল্লাহ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় যুবশক্তি গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করছে যে, গত ২৭শে সেপ্টেম্বর শনিবার রাত ৯টায় বাংলা এডিশন নামক একটি অনলাইন পোর্টালের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে ঢাকা উত্তরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনের নিখোঁজ হওয়া প্রসঙ্গে একটি উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট রিপোর্ট প্রচার করা হয়েছে। উক্ত প্রতিবেদনে সম্পূর্ণ মনগড়া ও অসত্য তথ্যের ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় যুবশক্তিকে গুমের সাথে জড়িত বলে চিত্রিত করা হয়েছে, যা নিঃসন্দেহে বিভ্রান্তিকর, পক্ষপাতমূলক এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিপন্থী।

আমরা সুস্পষ্টভাবে জানাচ্ছি— কে. এম. মামুনের নিখোঁজ হওয়ার ঘটনায় জাতীয় যুবশক্তির নূন্যতম কোনো সম্পৃক্ততা নেই। উক্ত ঘটনা নিয়ে যুবশক্তির বিরুদ্ধে অভিযোগ আনা নিছক মিথ্যাচার, যা আমাদের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়। জাতীয় যুবশক্তি সবসময় সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধের পক্ষে অবস্থান করে এসেছে এবং কোনো প্রকার অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ছিল না, নেই এবং কখনো থাকবে না।

আমরা লক্ষ্য করেছি যে, প্রতিবেদনে কোনো আনুষ্ঠানিক বক্তব্য নেওয়া হয়নি, সত্য যাচাইয়ের সামান্যতম প্রয়াসও চালানো হয়নি এবং একপাক্ষিক ও পক্ষপাতদুষ্ট তথ্য উপস্থাপন করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে এ ধরনের অসৎ, বিভ্রান্তিকর ও চরিত্রহননমূলক প্রচারণা শুধু গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্যই নয়, বরং সাংবাদিকতার নৈতিকতা পরিপন্থী, একইসাথে পেশাদারিত্ব ও বিশ্বাসযোগ্যতার জন্যও একটি গুরুতর হুমকি।

জাতীয় যুবশক্তি একটি গণতান্ত্রিক ও দেশপ্রেমিক যুব সংগঠন, যা ৭দফা যুব ইশতেহারের আলোকে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ষড়যন্ত্র, অপপ্রচার বা ভ্রান্ত প্রচারণার মাধ্যমে আমাদের এই ইতিবাচক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করা যাবে না।

জাতীয় যুবশক্তি, বাংলা এডিশনের এই ভ্রান্ত ও পক্ষপাতমূলক প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আমরা আহ্বান জানাই, ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের আগে সত্য যাচাই করা হোক এবং আমাদের আনুষ্ঠানিক বক্তব্য গ্রহণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা হোক। একইসাথে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোর দাবি জানাই যে, কে. এম. মামুনের নিখোঁজ হওয়ার প্রকৃত ঘটনা দ্রুত তদন্ত করে, প্রকৃত দোষীদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনা হোক।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জাতীয় যুবশক্তি দৃঢ়ভাবে বিশ্বাস করে, বাংলাদেশের যুব সমাজই আগামী দিনের নেতৃত্ব দেবে। সত্য, ন্যায় ও সমতার পথে আমরা দেশের তরুণদের সঙ্গে থেকে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যাব এবং যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াব।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102