বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ একাধিক নেতার ওপর হামলার ঘটনায় এ সংবাদ সম্মেলনে ডাকা হয়েছে।দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন প্রেরিত একবার্তায় এ তথ্য জানানো হয়েছে।তিনি জানান, আজ দুপুর ২টা ৩০ মিনিটে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সংবাদ সম্মেলনে মূলত তিনটি বিষয় তুলে ধরা হবে-
১. নিউইয়র্কে আখতার হোসেন ও অন্যান্য রাজনীতিবিদদের ওপর হামলার নিন্দা।
২. অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা নিশ্চিতে অবহেলা ও গাফিলতি।

একই ঘটনায় মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে এনসিপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102