বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

ভারপ্রাপ্ত আহ্বায়ক থেকে আহ্বায়ক পদে মনোনীত হলেন হেলাল তালুকদার

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা মহানগর উত্তরের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এ দক্ষিণখান থানা বিএনপির জনাব মোঃ হেলাল তালুকদারকে ভারপ্রাপ্ত আহ্বায়ক থেকে  আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে তাকে দক্ষিণখান থানা বিএনপি-কে সুসংগঠিত ও গতিশীলভাবে পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক জনাব আমিনুল হক এবং সদস্য সচিব জনাব মোস্তফা জামান এই নিয়োগের সিদ্ধান্ত অনুমোদন করেছেন। দলীয় শীর্ষ নেতৃত্ব আশা প্রকাশ করেছেন যে, জনাব হেলাল তালুকদার দক্ষিণখান থানা বিএনপি-কে নতুন উদ্যমে পরিচালনা করবেন এবং স্থানীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন।

নিয়োগপত্রে উল্লেখ করা হয়েছে যে, জনাব হেলাল তালুকদারকে দলের নির্দেশনা ও নীতি অনুসারে থানা পর্যায়ে জনসাধারণের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এবং দলের কার্যক্রম শক্তিশালী করতে কাজ করতে হবে।

নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক, যিনি ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তের বৈধতা নিশ্চিত করেছেন।

দলীয় সূত্র জানায়, এই পদোন্নতি দক্ষিণখান থানা বিএনপি-কে আরও সক্রিয় ও সম্প্রসারিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে। নেতৃবৃন্দ আশা করছেন, নতুন আহ্বাকের নেতৃত্বে থানা পর্যায়ে জনসাধারণের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং স্থানীয় সমস্যা সমাধানে দলের কার্যক্রম আরও ফলপ্রসূ হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102