বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট শিল্পপতি ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ হচ্ছে সম্প্রীতি ও সহাবস্থানের দেশ। এখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এই সম্প্রীতির ঐতিহ্য রক্ষা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আবাসিক এলাকার কুর্মিটোলা সিভিল এভিয়েশন শ্রী শ্রী সর্বজনীন দুর্গা মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। বিশ্বকর্মা পূজা-২০২৫ উপলক্ষে পূজামণ্ডপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এম কফিল উদ্দিন আহমেদ পূজা কমিটিকে আর্থিক অনুদান প্রদান করেন এবং পূজার আয়োজক ও স্থানীয় সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন,
“ধর্ম যার যার, উৎসব সবার— এই মন্ত্রকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই। প্রতিটি ধর্মীয় উৎসব পারস্পরিক ভালোবাসা, সহযোগিতা ও শ্রদ্ধাবোধের মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি একটি অনন্য ঐতিহ্য। এটিই আমাদের শক্তি এবং জাতীয় ঐক্যের ভিত্তি। এই সম্প্রীতি রক্ষায় সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
এসময় ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানা বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।