বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

হাতপাখার বাতাসে দেশকে ঠান্ডা করতে হবে: চরমোনাই পীর

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুফতি রেজাউল করিম বলেছেন, যখন বাংলাদেশে অশান্তির আগুন দাউদাউ করে জ্বলছে, সেই অশান্তির আগুন নিভানোর জন্য হাতপাখার বাতাসের মাধ্যমে এ দেশকে ঠান্ডা করতে হবে।

আজ  বিকেলে রাজধানী উত্তরায় অবস্থিত শহিদ মুগ্ধমঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে চরমোনাই পীর রেজাউল করিম বলেন, আমরা বিএনপির শাসন দেখেছি-আওয়ামী লীগের শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি। কিন্তু, যে দেশের শতকরা ৯২ ভাগ মুসলমান সে দেশে আমরা ইসলামী শাসন দেখি নাই।

তিনি বলেন, দেশের মানুষ এখন অধীর আগ্রহে আছে ইসলামী শাসন দেখার জন্য।

এ সময় ডাকসু ও জাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে পীর সাহেব চরমোনাই বলেন, ঢাবি নির্বাচনে-জাবি নির্বাচনে যারা ক্ষমতালোভী ছিল তাদেরকে দেশের তরুণ মেধাবীরা শিক্ষা দিয়েছে।

বক্তব্যে পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে নির্বাচন বিরোধীতাকারীদের উদ্দেশ্য করে তিনি বলেন, যারা দেশে খুন করছে- গুম করছে তাদের বিচার দৃশ্যমান না হওয়া পর্যন্ত এবং জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে নির্বাচনের মন মানসিকতা তৈরি না করলে জাতীয় নির্বাচনেও তাদের কলঙ্ক ইতিহাস হয়ে থাকবে।

বক্তব্যের এক পর্যায়ে তিনি ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী আনোয়ার হোসেনের হাত উচু করিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দেন। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ বৃহত্তর উত্তরার বহু নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102