বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

পিকেএসএফ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

রাজধানীর মোহাম্মদপুর খিলজি রোডে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর নতুন ভবন-২ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ সকালে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ড. ইউনূস বলেন, “পিকেএসএফ আমাদের গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবন-২-এর উদ্বোধন নতুন কার্যক্রম সম্প্রসারণের জন্য এক বড় হাতিয়ার হয়ে উঠবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, পিকেএসএফ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জাকির আহমেদ খান এবং সরকারের অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা। তারা সবাই ভবন-২-এর উদ্বোধনকে একটি নতুন যুগের সূচনা হিসেবে উল্লেখ করেন, যা পিকেএসএফ-এর কর্মসূচিকে আরও সম্প্রসারিত এবং কার্যকরী করবে।

পিকেএসএফ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। নতুন ভবনটি তাদের প্রশিক্ষণ, প্রশাসনিক কার্যক্রম এবং সম্প্রসারিত প্রকল্প বাস্তবায়নের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং এটি সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে কর্মকর্তারা ভবন পরিদর্শন করেন এবং পিকেএসএফ-এর নতুন কার্যক্রমের পরিকল্পনা ও অগ্রগতির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

পিকেএসএফ ভবন-২-এর উদ্বোধনকে সংস্থার সেবার প্রসার, আধুনিক সুবিধা এবং দীর্ঘমেয়াদি কার্যক্রমকে শক্তিশালী করার প্রতীক হিসেবে গণ্য করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102