ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আগামী জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার দক্ষিণখানে স্থানীয় বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
কফিল উদ্দিন বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার সুস্থতা আজ সমগ্র জাতির প্রত্যাশা। আমরা ঐক্যবদ্ধ থাকলে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণখান থানা বিএনপির সাবেক সহসভাপতি সুফির উদ্দিন মাতব্বর। আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন, উত্তরা-পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এফ রহমান চন্দন, বিএনপি নেতা লায়ন সৈয়দ রফিকুল ইসলাম প্রমুখ।
দোয়া মাহফিলে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।