শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সহ-অর্থ সম্পাদক হলেন বদরুল আলম মজুমদার শ্রীকাইল গ্যাস ফিল্ড সংস্কারের চুক্তি বাতিল, নিষ্ক্রিয় হতে পারে ৪টি কূপ দিনাজপুরে হঠাৎ ঘন কুয়াশা, জনজীবন ব্যাহত উত্তেজনা বৃদ্ধির মধ্যেই ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে পুতিনের সাক্ষাৎ খুব বিপদে আছি : নাসীরুদ্দীন পাটওয়ারী বাঞ্ছারামপুরে গণসংযোগে সুষ্ঠু নির্বাচনের দাবি জানালেন জোনায়েদ সাকি ‘বাংলাদেশে ভূমিকম্প-সহনশীল নির্মাণে উচ্চমানের রিইনফোর্সমেন্ট বারের ভূমিকা’ বিশ্বের সর্বোচ্চ স্কোরধারী গ্রিন ফ্যাক্টরি ‘হ্যামস গার্মেন্টস’কে বিজিএমইএ এর বিশেষ সংবর্ধনা প্রদান ২৪ বছর পর খুলনায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেসরকারি উন্নয়ন সংস্থা স্বাবলম্বীর প্রতিষ্ঠাতা ও সাবেক নির্বাহী পরিচালক বেগম রোকেয়া ইন্তেকাল করেছেন

বাঞ্ছারামপুরে গণসংযোগে সুষ্ঠু নির্বাচনের দাবি জানালেন জোনায়েদ সাকি

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে গণসংযোগকালে বক্তব্য দিতে গিয়ে বিএনপি ঐক্য জোটের মনোনীত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘একটি দল জনসমর্থনের জোয়ার দেখে নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করছে।’ তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে বলেন, ‘প্রশাসন নিরপেক্ষ থাকলে কোনো ইঞ্জিনিয়ারিং সফল হবে না, অন্যথায় বাঞ্ছারামপুরের মানুষ তার উপযুক্ত জবাব দেবে।’

তিনি আরো বলেন, ‘বাঞ্ছারামপুর দীর্ঘদিন ধরে অবহেলা, দুর্নীতি ও বৈষম্যের শিকার। স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের সংকট আর চলতে দেওয়া যায় না।

মানুষ এখন পরিবর্তন, উন্নয়ন ও ন্যায্য অধিকার চায়।’নিজের পরিকল্পনার কথা তুলে ধরে জোনায়েদ সাকি বলেন, ‘নির্বাচিত হলে তিনি বাঞ্ছারামপুরকে কেবল একটি উপজেলা নয়, একটি পরিকল্পিত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তুলবেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন, বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট দূর, শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়ন, নদীভাঙন রোধ, সড়ক যোগাযোগ উন্নয়ন এবং যুবকদের কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।’

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, ‘জনগণের অর্থ লুটপাটের সুযোগ দেওয়া হবে না।

বাঞ্ছারামপুরকে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও বৈষম্যহীন জনপদে পরিণত করা হবে।’শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল থেকে রাত পর্যন্ত বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে পায়ে হেঁটে ডোর-টু-ডোর ভোট প্রার্থনা করেন জোনায়েদ সাকি। তিনি যেখানেই গেছেন, সেখানেই মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তা মিছিলে রূপ নেয়। চায়ের দোকান থেকে শুরু করে ভোটারদের বাড়ি—সবখানেই ছিল মানুষের ভিড়।

ভোটারদের অনেকেই গণসংহতি আন্দোলনের প্রতীক ‘মাথাল’কে বিএনপির ধানের শীষের বিকল্প হিসেবে দেখছেন বলে জানান।বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বাঞ্ছারামপুর আসনে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন। স্থানীয় বিএনপি নেতা জয়নাল আবেদীন বলেন, ‘আমি বিএনপির একজন কর্মী। দল যে প্রার্থী দিয়েছে, তাকে আমরা সবাই মিলে বিপুল ভোটে বিজয়ী করব।’

আইয়ুবপুর ইউনিয়নে অনুষ্ঠিত পথসভা ও গণসংযোগে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ জেড শুকরি সেলিম, বিএনপি নেতা জয়নাল আবেদীনসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দ এবং গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা।

পথসভায় অন্যান্য বক্তারা বলেন, বিএনপি জোটের প্রার্থী হিসেবে জোনায়েদ সাকি সাধারণ মানুষের কথা বলেন, মাঠের বাস্তবতা বোঝেন এবং বাঞ্ছারামপুরের উন্নয়নে একটি স্পষ্ট রূপরেখা তুলে ধরেছেন, যা এলাকার মানুষের জন্য নতুন আশার বার্তা।

গণসংযোগকালে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেকেই পরিবর্তনের প্রত্যাশায় প্রার্থীকে স্বাগত জানান এবং বাঞ্ছারামপুরের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102