শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সহ-অর্থ সম্পাদক হলেন বদরুল আলম মজুমদার শ্রীকাইল গ্যাস ফিল্ড সংস্কারের চুক্তি বাতিল, নিষ্ক্রিয় হতে পারে ৪টি কূপ দিনাজপুরে হঠাৎ ঘন কুয়াশা, জনজীবন ব্যাহত উত্তেজনা বৃদ্ধির মধ্যেই ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে পুতিনের সাক্ষাৎ খুব বিপদে আছি : নাসীরুদ্দীন পাটওয়ারী বাঞ্ছারামপুরে গণসংযোগে সুষ্ঠু নির্বাচনের দাবি জানালেন জোনায়েদ সাকি ‘বাংলাদেশে ভূমিকম্প-সহনশীল নির্মাণে উচ্চমানের রিইনফোর্সমেন্ট বারের ভূমিকা’ বিশ্বের সর্বোচ্চ স্কোরধারী গ্রিন ফ্যাক্টরি ‘হ্যামস গার্মেন্টস’কে বিজিএমইএ এর বিশেষ সংবর্ধনা প্রদান ২৪ বছর পর খুলনায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেসরকারি উন্নয়ন সংস্থা স্বাবলম্বীর প্রতিষ্ঠাতা ও সাবেক নির্বাহী পরিচালক বেগম রোকেয়া ইন্তেকাল করেছেন

উত্তেজনা বৃদ্ধির মধ্যেই ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে পুতিনের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ক্রেমলিন জানিয়েছে, শুক্রবার মস্কোতে তারা সাক্ষাৎ করেন। এটি এমন সময়ে ঘটল যখন ডোনাল্ড ট্রাম্প তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছেন।ক্রেমলিন তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানিয়েছে, ‘রাষ্ট্রপ্রধান ক্রেমলিনে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানিকে স্বাগত জানিয়েছেন।

তিনি রাশিয়া সফর এসেছেন।’ শুক্রবারের শুরুতে মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প বলেছিলেন, তিনি বিশ্বাস করেন রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ইরান সামরিক পদক্ষেপ এড়াতে তার পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তি করতে চায়।ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে হামলা চালানোর হুমকি দিয়েছেন। সম্প্রতি ইরান সরকার বিক্ষোভকারীদের ওপর কঠোর দমন-পীড়ন চালিয়েছে।
পর্যবেক্ষকদের মতে, এতে হাজার হাজার মানুষ মারা গেছে।ইরানের মস্কো দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, শুক্রবার পুতিন ও লারিজানির মধ্যে বৈঠক হয়েছে। সেখানে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক এবং কিছু গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে বিস্তারিত কিছু বলা হয়নি।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, এই সফরের কথা আগে থেকে ঘোষণা করা হয়নি। রাশিয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে। ইউক্রেন যুদ্ধের সময় ইরান রাশিয়ার অন্যতম প্রধান মিত্র হয়ে উঠেছে। একই সঙ্গে রাশিয়া আন্তর্জাতিক অঙ্গনে ইরানকে গুরুত্বপূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে।সূত্র : আলঅ্যারাবিয়া, রয়টার্স

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102