বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে গতকাল ঢাকা সেনানিবাসের সেনা সদরে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, সাক্ষাৎকালে সেনাপ্রধান ও মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বাধীন প্রতিনিধিদল পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।
আলোচনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দপূর্ণ সম্পর্ক এবং দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়গুলো উঠে আসে। এদিকে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।