শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১০:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

নিউমুরিং টার্মিনাল লিজ দেওয়ার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
চট্টগ্রাম বন্দরের একমাত্র বিশ্বমানের কনটেইনার টার্মিনাল ‘নিউমুরিং টার্মিনাল’ বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের সামনে ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’ ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে—সরকার আগামী ১ ফেব্রুয়ারি আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কনসেশন চুক্তির মাধ্যমে নিউমুরিং টার্মিনাল হস্তান্তরের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এ সিদ্ধান্ত জাতীয় স্বার্থবিরোধী উল্লেখ করে তারা তা থেকে সরে আসার দাবি জানান।শিক্ষার্থীরা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার বিদেশি প্রতিষ্ঠানকে কেবল টার্মিনাল অপারেটর নয়, বরং কনসেশনিয়ার হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে, যা জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। তারা বলেন, উন্মুক্ত দরপত্র ছাড়াই এবং দেশীয় প্রতিষ্ঠানকে বিডের সুযোগ না দিয়ে দ্রুততার সঙ্গে চুক্তি সম্পাদনের চেষ্টা করা হচ্ছে, যা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সৃষ্টি করছে।সমাবেশে আরো বলা হয়, বর্তমানে দেশীয় ব্যবস্থাপনায় নিউমুরিং কনটেইনার টার্মিনাল থেকে প্রতি কনটেইনারে গড়ে প্রায় ১৬১ মার্কিন ডলার রাজস্ব পাওয়া যায়। কিন্তু ডিপি ওয়ার্ল্ডকে কনসেশনে দিলে তা কমে আনুমানিক ২২ থেকে ২৫ ডলারে নেমে আসবে, ফলে বছরে কয়েকশ মিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা রয়েছে।বক্তারা দীর্ঘমেয়াদে প্রধান সমুদ্রবন্দর বিদেশি কনসেশনিয়ারের নিয়ন্ত্রণে চলে গেলে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঝুঁকির কথাও তুলে ধরেন। পাশাপাশি I2U2 (ভারত, ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র) মাল্টিলেটারাল জোটের প্রসঙ্গ তুলে ধরে তারা বলেন, এ চুক্তির মাধ্যমে চট্টগ্রাম বন্দরে পরোক্ষভাবে বিদেশি প্রভাব বাড়তে পারে।এ সময় শিক্ষার্থীরা কিছু প্রচারিত তথ্যকে ‘প্রোপাগান্ডা’ উল্লেখ করে বলেন, সিঙ্গাপুর ও ভিয়েতনামের বন্দরের উদাহরণ টেনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, অথচ বাস্তবে সেসব দেশে কোনো কনটেইনার টার্মিনাল এককভাবে বিদেশি কম্পানির হাতে দেওয়া হয়নি।সমাবেশ শেষে বক্তারা নিউমুরিং টার্মিনালকে ডিপি ওয়ার্ল্ডের কাছে লিজ দেওয়ার প্রক্রিয়া অবিলম্বে বাতিলের দাবি জানান।দাবি মানা না হলে ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।সমাবেশে উপস্থিত ছিলেন স্টুডেন্টস ফর সভরেন্টির আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক, যুগ্ম আহ্বায়ক মুহিউদ্দিন রাহাত, দপ্তর সদস্য সাইফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও শতাধিক শিক্ষার্থী।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102