ইরানের আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার সিদ্ধান্তে ইউরোপীয় ইউনিয়নকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।
এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানায়, আইআরজিসি ইরান সরকারের ‘দেশের ভেতরে ও বাইরে সন্ত্রাস চালানোর প্রধান হাতিয়ার’।
পোস্টে আরো বলা হয়, ওয়াশিংটন ২০১৯ সালেই সন্ত্রাসবাদে ভূমিকা রাখা ও অর্থায়নের অভিযোগে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল।
মার্কিন পররাষ্ট্র দপ্তর মন্তব্য করে, ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্ত ইরানের নেতৃত্বকে জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করবে এবং দেশটির অভ্যন্তরীণ ও বৈদেশিক অস্থিতিশীল কর্মকাণ্ড মোকাবিলায় সহায়ক হবে।