শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

১ সপ্তাহ কিয়েভে হামলা বন্ধে পুতিনকে অনুরোধ ট্রাম্পের : ক্রেমলিন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভে হামলা ‘১ ফেব্রুয়ারি পর্যন্ত’ এক সপ্তাহের জন্য বন্ধ রাখতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করেছিলেন বলে শুক্রবার ক্রেমলিন জানিয়েছে এবং ইঙ্গিত দিয়েছে যে মস্কো এতে সম্মতি দিয়েছে।ট্রাম্প এর আগে বলেন, ইউক্রেনে ‘চরম শীত’-এর কারণে তিনি এই অনুরোধ করেছিলেন। তবে ক্রেমলিন জানায়, আলোচনাকে সহায়তা করার উদ্দেশ্যেই এই আবেদন করা হয়েছিল।ট্রাম্প কবে পুতিনকে এই অনুরোধ করেছিলেন—এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বা মস্কো কেউই স্পষ্ট করেনি।ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমি বলতে পারি, প্রেসিডেন্ট ট্রাম্প সত্যিই আলোচনার জন্য অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে ১ ফেব্রুয়ারি পর্যন্ত এক সপ্তাহ কিয়েভে হামলা থেকে বিরত থাকতে প্রেসিডেন্ট পুতিনের কাছে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন।’তিনি তীব্র শীতের কথা উল্লেখ না করে বিষয়টিকে আলোচনাকে এগিয়ে নেওয়ার আবেদন হিসেবে উপস্থাপন করেন। যুক্তরাষ্ট্র প্রতিবেশী দুই দেশের মধ্যে প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসান চায় বলে ক্রেমলিন জানায়।ইউক্রেনের আবহাওয়া সংস্থা সতর্ক করেছে, ১ ফেব্রুয়ারির পর কিয়েভে শৈত্যপ্রবাহের তীব্রতা বাড়তে পারে এবং আগামী দিনগুলোতে তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।এক দিন আগে হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনকে এক সপ্তাহের জন্য কিয়েভ ও বিভিন্ন শহরে হামলা না করতে অনুরোধ করেছি’, যোগ করে বলেন, এটি ছিল ‘শীতের কারণে, চরম শীতের কারণে’।ক্রেমলিন ট্রাম্পের অনুরোধের প্রসঙ্গে কেবল কিয়েভের কথা উল্লেখ করেছে। আশপাশের অঞ্চলের কথা বলেনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102