বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন

হাইভোল্টেজ ম্যাচে ড্র করে প্লে-অফে পিএসজি-নিউক্যাসল

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি-নিউক্যাসল দুই দলের সামনেই সমীকরণ সহজ ছিল। যে জিতবে সে শেষ ষোলোর টিকিট পাবে, হারলে খেলতে হবে প্লে অফ। আর ড্র হলে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলের দিকে। তবে শেষ পর্যন্ত অন্য ম্যাচের ফল বিপক্ষে যাওয়ার সঙ্গে নিজেদের ম্যাচে ড্র করে দুই দলই নেমে গেছে প্লে-অফে।

 

নকআউট পর্বের সরাসরি টিকিটের জন্য পার্ক দেস প্রিন্সেসে শুরুটা দারুণ করে পিএসজি। প্রথম মিনিটেই বক্সে নিউক্যাসলের মিডফিল্ডার লুইস মাইলির হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে বর্তমান ব্যালন ডি’অর ও ফিফা বর্ষসেরা খেতাব জয়ী ফুটবলার উসমান দেম্বেলের স্পট কিক ঝাঁপিয়ে ঠেকান ইংলিশ গোলরক্ষক নিক পোপ।

তবে গোলের দেখা পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি লুইস এনরিকের দলকে।

জর্জিয়ার ফরোয়ার্ড খাভিচা কাভারাস্খেইয়ার বাড়ানো বলে অষ্টম মিনিটে বক্সের বাইরে থেকে নিচু শটে গোল করেন ভিতিনিয়া। এবারের চ্যাম্পিয়নস লিগে এটি পর্তুগিজ মিডফিল্ডারের পঞ্চম গোল।এরপর আবার এগিয়ে যেতে পারত প্যারিসিয়ানরা। তবে দেম্বেলের সামনে আবারও দেয়াল হয়ে দাঁড়ান নিউক্যাসল গোলরক্ষক।

 

২২ মিনিটের মাথায় ফরোয়ার্ড কাভারাস্খেইয়া চোট নিয়ে মাঠ ছাড়লে ধাক্কা খায় পিএসজি।

প্রথমার্ধের শেষ মুহূর্তে বক্সে বল ক্লিয়ার করতে না পারলে ম্যাচে নিজেদের প্রথম প্রচেষ্টায় গোল পায় নিউক্যাসল।

বিরতির পরও ম্যাচে আধিপত্য দেখায় পিএসজি। ৬৭ মিনিটে সহজ সুযোগ পেয়েও বল বাইরে মারেন দেম্বেলে। এরপর দুই দল একাধিক চেষ্টা করলেও ম্যাচে ফল বের করে আনতে পারেনি।

এতে ড্র করে প্লে-অফ এর কাতারে নেমে যায় দুই দল। 

টেবিলে আট ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে ১১ তম স্থানে আছে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে তাদের পরেই আছে নিউক্যাসল।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102